Advertisement

দিয়াবাতেকে ছেড়ে ঘানার দুই ফুটবলার আনছে মোহামেডান

যুগান্তর

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

24obnd

মোহামেডানের দুচোখের তারা মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। টানা পাঁচ মৌসুম সাদা-কালো শিবির টেনে নিয়ে গেছেন মালির এই ফরোয়ার্ড। তার নৈপুণ্যে গত মৌসুমে লিগ শিরোপা জিতেছিল ঐতিহ্যবাহী ক্লাবটি।

তার আগের মৌসুমে জিতেছে ফেডারেশন কাপ শিরোপা। সেই দিয়াবাতেকে রাখেনি মোহামেডান। তার নতুন ঠিকানা হয়েছে ঢাকা আবাহনী। দিয়াবাতের মতো মোহামেডানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এমানুয়েল সানডে ও ডিফেন্ডার এমানুয়েল টনি। তারা নাম লিখিয়েছেন কিংসে।

তাদের জায়গায় ঘানার দুই ফুটবলারকে নিয়ে চার বিদেশি চূড়ান্ত করেছে মোহামেডান। ঘানার দুজনের একজন অ্যাটাকিং মিডফিল্ডার বার্নার্ড মরিসন, যিনি সবশেষ মরক্কোর লিগে খেলেছেন। ২০১৫ সালে জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

অন্যজন ডিফেন্ডার এমানুয়েল কেকে। আইসল্যান্ডে তৃতীয় বিভাগ এবং তার আগে ঘানা লিগে খেলেছেন ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই সেন্টার ব্যাক। রহমতগঞ্জ থেকে স্ট্রাইকার স্যামুয়েল বোয়েটেংকে এনেছে মোহামেডান।

গত মৌসুমে লিগে সর্বাধিক ২১ গোল করেছেন ঘানার এই ফরোয়ার্ড। পুরোনোদের মধ্যে উজবেকিস্তানের মিডফিল্ডার মুজাফফরভ থাকছেন এবারও।

Lading . . .