Advertisement

বাফুফেকে ধন্যবাদ দিয়ে ভিয়েতনামে বাছাইপর্বে চোখ বাংলাদেশের

চ্যানেল আই

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ভিয়েতনামে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব খেলবে। সেজন্য বাহরাইনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বয়সভিত্তিক দলটি। আপাতত এএফসি এশিয়ান কাপে ভিয়েতনামে যেভাবে খেলবে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করার চেষ্টা করছে বাংলাদেশ, জানাচ্ছেন ফরোয়ার্ড রাব্বী হোসেন রাহুল।

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩এ বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। গ্রুপে আছে ভিয়েতনাম, ইয়েমেন এবং সিঙ্গাপুর। খেলা শুরু হবে সেপ্টেম্বরের ৩ তারিখ থেকে। বাংলাদেশের প্রথম খেলা স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে।

এশিয়ান কাপের প্রস্তুতি নিয়ে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় রাব্বী হোসেন জানালেন, ‘আমাদের ভালো অনুশীলন হয়েছে, দুটি দলে ভাগ হয়ে কোচ আমাদের খেলিয়েছেন। ভিয়েতনামে আমরা কীভাবে খেলব সেই অনুযায়ী দল করে ম্যাচ খেলেছি।’

‘আমরা এখানে লক্ষ্য নিয়ে এসেছিলাম ভিয়েতনামে আমাদের যে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ আছে সেটা খেলার জন্য। আমরা ভালো ক্যাম্প করেছি, বাহরাইনের মতো শক্তিশালী দলের সাথে দুটি ম্যাচ খেলেছি। সেখানে আমাদের যে ভুলগুলো ছিল তা নিয়ে কাজ করেছি। পরে আমরা ভিয়েতনামে যেভাবে খেলব সেভাবে কাজ করছি।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে এ ফরোয়ার্ড বলেছেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সকল খেলোয়াড়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। কারণ বয়সভিত্তিক দল কখনও দেশের বাইরে ক্যাম্প করতে পারেনি। যেহেতু আমরাই প্রথম সুযোগ পেয়েছি, আশা করছি ভালো একটা ফলাফল দিতে পারব। এটা আমাদের জন্য বেশ কার্যকর।’

Lading . . .