Advertisement

চ্যাম্পিয়ন্স লিগের ড্র রাতে, দেখবেন যেখানে

যুগান্তর

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্র আজ রাতে। সংগৃহীত ছবি
চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্র আজ রাতে। সংগৃহীত ছবি

পুরোনো কাঠামোয় নেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ৩৬ দলের নতুন ফরম্যাট গত আসরেই শুরু হয়েছে। আজ নতুন ফরম্যাটে দ্বিতীয় আসরের ড্র। বাংলাদেশ সময় রাত ১০টায় ফ্রান্সের মোনাকোতে অনুষ্ঠিত হবে আসরের লিগ পর্বের ড্র।

নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ফরাসি ক্লাব পিএসজি। এবারের আসরেও অংশ নিতে যাচ্ছে ৩৬টি দল। ড্র উপলক্ষে এই ৩৬টি দলকে চারটি পটে ভাগ করা হয়েছে।

বাংলাদেশে বসে চ্যাম্পিয়নস লিগের এই ড্র দেখতে পারবেন। ‘টিএনটি স্পোর্টস ১’ চ্যানেল সরাসরি সম্প্রচার করবে। এই চ্যানেলটি ইউটিউব প্ল্যাটফর্মেও ড্র অনুষ্ঠান সরাসরি দেখাবে। এছাড়া উয়েফার ওয়েবসাইটে দেখা যাবে ড্র অনুষ্ঠান।

যে পটে যারা—

পট-১: পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড, বার্সেলোনা।

পট-২: আর্সেনাল, বায়ার লেভারকুজেন, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, ভিয়ারিয়াল, জুভেন্টাস, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, টটেনহ্যাম হটস্পার, পিএসভি।

পট-৩: আয়াক্স, নাপোলি, স্পোর্টিং সিপি, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ, বোডো/গ্লিম্ট, মার্সেই, মোনাকো, গালাতাসারাই।

পট ৪: ইউনিয়ন সাঁ জিলোয়াজ, অ্যাথলেটিক বিলবাও, নিউক্যাসল ইউনাইটেড, পাফোস, কাইরাতসহ আরও চারটি দল বাছাইপর্ব শেষে যুক্ত হবে।

গতবারের মতো এবারও প্রথম পর্বে আলাদা কোনো গ্রুপ থাকছে না। লিগ পর্বে প্রতিটি দল আটটি দলের বিপক্ষে খেলবে। কোন দলের প্রতিপক্ষ হবে কোন আট দল, ড্রতে নির্ধারিত হবে সেটিই। উয়েফার কো–এফিশিয়েন্ট র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে চারটি ভাগে ভাগ করা হবে দলগুলোকে। শীর্ষ ২৪ দল যাবে নকআউট পর্বে।

এর মধ্যে প্রথম ৮ দল সরাসরি শেষ ষোলোতে, আর বাকি ১৬ দল (৮টি সিডেড ও ৮টি আনসিডেড) শেষ ষোলোতে জায়গা পেতে প্লে-অফ খেলবে। ২০২৬ সালের ৩০ মে বুদাপেস্টের পুস্কাস আরেনায় বসবে শিরোপা ভাগাভাগির মঞ্চ।

আরও পড়ুন

Lading . . .