বিশ্বকাপ বাছাইয়ে শেষ দুম্যাচে কবে-কখন নামবে ব্রাজিল
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শুরুটা ভালো ছিল না ব্রাজিলের। শেষদিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আরও আগেই। সেলেসাওরা সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে বাছাইয়ের শেষ দুটি ম্যাচে নামবে কার্লো আনচেলত্তির কোচিংয়ে।
অঞ্চলটি থেকে শেষ দুই ম্যাচে ব্রাজিল খেলবে চিলি ও বলিভিয়ার বিপক্ষে। চোটে নেইমার নেই, আক্রমণের আরও দুই নিয়মিত সদস্য ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোকে রাখেননি সেলেসাওদের ইতালিয়ান কোচ।
বাংলাদেশ সময় ৫ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টায় রিও’তে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় ১০ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টায় এল আলতোতে বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা।
লাতিন থেকে বিশ্বকাপ বাছাইয়ে ১৬ রাউন্ড শেষে ২৫ পয়েন্ট নিয়ে সেলেসাওরা তিনে আছে। দুইয়ে যাওয়ার সুযোগ আছে তাদের। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর আছে। শীর্ষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।