প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫

দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সাথে সম্প্রতি বাগদান সেরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বিয়েতে রাজি জানিয়েছেন জর্জিনা। সেই আংটি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে হুয়ান গার্সিয়া সানচেজ নামের এক গহনা বিশেষজ্ঞের দাবিতে। যিনি বলেছেন, জর্জিনাকে উপহার দেয়া বিয়ের আংটিটি ‘ককটেল রিং’। তাতে বাগদানের শর্ত পূরণ হয়নি।
ফ্যাশন ও লাইফস্টাইল প্রকাশনা ‘এল’র অস্ট্রেলিয়া সংস্করণ সানচেজের কাছে জেনেছে গহনাটির আসল মূল্য। দামের বিষয়ে ভিন্নমত থাকলেও তার মতে মূল্য হতে পারে বাংলাদেশি মুদ্রায় ১২২ কোটির মতো।
রোনালদোর প্রস্তাবে জর্জিনা আঙুলে পরা হীরার আংটির ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি, এখন এবং সারাজীবনের জন্য।’
সেই আংটি ঘিরে খবর, ‘এটা বাগদানের শর্ত পূরণ করেনি। কারণ এটা অনেক বড় ও ভারী। এমন ধরনের পাথর ৪০ ক্যারট হীরা বহন করে। যদিও নেকলেসের চেয়ে আংটি ভালো।’
‘আংটিটি প্রতিদিন পরার মতো না। এটি আকারেও বড়। যা আসলে ডিজাইন করা হয়েছে গালা ও ককটেল রিংয়ের মতো। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেই যা আকর্ষিত হবে।’ বলছেন বিশেষজ্ঞের অনেকেই।