Advertisement

আরও ক্ষুরধার এমবাপ্পে

যুগান্তর

প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫

24obnd

লা লিগায় গতবার নিজের অভিষেক মৌসুমে রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতাতে না পারলেও সর্বোচ্চ গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। এবার ১০ নম্বর জার্সি গায়ে তুলে আরও ক্ষুরধার ফরাসি ফরোয়ার্ড। প্রথম দুই ম্যাচেই রিয়ালের জয়ের নায়ক এমবাপ্পে। গত সপ্তাহে তার একমাত্র পেনালটি গোলে ওসাসুনাকে হারিয়েছিল রিয়াল। রোববার ওভিয়েদোর বিপক্ষে দলের ৩-০ ব্যবধানের জয়ে এমবাপ্পে করেছেন জোড়া গোল। বদলি হিসাবে নেমে একটি করে গোল ও অ্যাসিস্টে মুগ্ধতা ছড়ান রিয়ালের আরেক তারকা ভিনিসিয়ুস জুনিয়রও।

দীর্ঘদিন পর লা লিগায় ফেরা ওভিয়েদোর মাঠে রিয়ালের শুরুর একাদশে ছিল বড় চমক। ভিনিসিয়ুসকে বেঞ্চে বসিয়ে ফর্মহীন রদ্রিগোকে নামান কোচ জাবি আলোনসো। ব্রাহিম দিয়াজের বদলে প্রথমবার রিয়ালের শুরুর একাদশে নামেন ১৮ বছর বয়সি আর্জেন্টাইন সেনসেশন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দুজনই দারুণ খেলেছেন। তবে গোলের জন্য ৩৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে। আরদা গুলেরের পাস থেকে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। ৬৩ মিনিটে বদলি হিসাবে নামা ভিনিসিয়ুসের পাস থেকে ৮৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড। যোগ করা সময়ে দুর্দান্ত এক শটে ব্যবধান ৩-০ করেন ভিনি। ম্যাচ শেষে ভিনিকে শুরুর একাদশে না রাখার ব্যাখ্যায় আলোনসো জানান, এ মৌসুমে দলের প্রয়োজনে সবাইকে তিনি ঘুরিয়ে-ফিরিয়ে খেলাবেন। এমবাপ্পের আগুনে ফর্মের রহস্যও তিনি ফাঁস করেছেন। ক্লাব বিশ্বকাপের সময় অসুস্থ হয়ে চার কেজি ওজন কমে গিয়েছিল সাবেক পিএসজি তারকার। সেই ওজন ফিরে পেয়েই নাকি স্বরূপে ফিরেছেন এমবাপ্পে!

আরও পড়ুন

Lading . . .