এমবাপের জোড়া গোলে পাঁচ পয়েন্টে এগিয়ে রিয়াল মাদ্রিদ
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

লা লিগায় লেভান্তেকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে দুইয়ে থাকা বার্সার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষ স্থান আরো পাকা করলো লস ব্লাঙ্কোসরা।
চলতি মৌসুমে লা লিগার প্রথম পাঁচ ম্যাচ জিতে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার মাঠে লেভান্তেকে হারানোর মিশন নিয়েই নামে গ্যালাক্টিকোরা, আর সেটি দুর্দান্তভাবেই সফল হয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে রিয়াল। ২৮ মিনিটেই চমৎকার গোলে দলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। ১০ মিনিট পরেই নতুন ঠিকানায় প্রথম গোলের দেখা পান আর্জেন্টাইন ইয়াং মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এই গোলে সহায়তা করেন ভিনিসিয়াসই।
বিরতির আগে আরেকটি সুযোগ পান ভিনিসিউস। তবে কাছ থেকে তার শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ফলে ২-০ ব্যবধানেই প্রথমার্ধ শেষ করে রিয়াল।
আরো পড়ুন : উসমান দেম্বেলে বর্ষসেরা, ১৩ পুরস্কারের মধ্যে বার্সার ৪
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে রিয়ালের ভুলে ব্যবধান কমায় লেভান্তে। হেডে গোল করেন ইত্তা ইয়ং। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন কিলিয়ান এমবাপে।
৬৪ মিনিটে নিজের আদায় করা পেনাল্টি থেকে গোল করে লিড বাড়ান তিনি। দুই মিনিট পরই দারুণ এক গোল করে ব্যবধান ৪-১ করেন ফরাসি তারকা। এ নিয়ে লা লিগায় তার গোল সংখ্যা দাঁড়ালো ৭-এ, যা সর্বোচ্চ।
এই জয়ে শিরোপাধারী বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। ছয় ম্যাচের সবগুলো জিতে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।