প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডেই আবারও লিভারপুলকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে রিয়াল মাদ্রিদ। ইউরোপ সেরার লড়াইয়ে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে হবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির সঙ্গেও। অন্যদিকে বার্সেলোনার সামনে অপেক্ষা করছে গত আসরের চ্যাম্পিয়ন পিএসজি আর ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসির মতো চ্যালেঞ্জিং প্রতিপক্ষ।
গতকাল রাতে মোনাকোয় অনুষ্ঠিত হয় ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ড্র। নতুন ফরম্যাট অনুযায়ী ৩৬ দলের লিগ পর্বে প্রত্যেকেই খেলবে আটটি করে ম্যাচ। চারটি ঘরের মাঠে, বাকি চারটি প্রতিপক্ষের মাঠে খেলতে হবে।
রিয়ালের চার হোম ম্যাচে প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, মার্সেই ও মোনাকো। অ্যাওয়ে ম্যাচগুলোতে লড়তে হবে লিভারপুল, বেনফিকা, অলিম্পিয়াকোস ও কাইরাত আলমাহতির বিপক্ষে। রিয়াল-সিটির লড়াই বিগত কয়েক বছর ধরেই নিয়মিত দৃশ্য। ২০২২ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে দুই দল।
বার্সেলোনার হোম ম্যাচগুলোতে প্রতিপক্ষ পিএসজি, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, অলিম্পিয়াকোস ও কোপেনহেগেন। অ্যাওয়েতে খেলতে হবে চেলসি, ক্লাব ব্রুজ, স্লাভিয়া প্রাহা ও নিউক্যাসলের মাঠে।
ড্রয়ের নিয়ম অনুযায়ী, চারটি পটে ভাগ করা হয় দলগুলোকে। প্রতিটি পট থেকে একটি দলের দুটি করে প্রতিপক্ষ নির্ধারণ হয়। লিগ পর্ব শেষে শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোয়। ৯ থেকে ২৪ নম্বর দল প্লে-অফ খেলে বাকি আটটি জায়গা পূরণ করবে। এরপর আগের মতোই হবে কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনাল।
লিগ পর্ব শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর, চলবে আগামী বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ মে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।
পট ১-এর কিছু উল্লেখযোগ্য ম্যাচআপ:
আরইউ
আরও পড়ুন