Advertisement

সিরি-এ’তে অভিষেক হল মুসোলিনির প্রপৌত্রের

চ্যানেল আই

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

বেনিতো মুসোলিনি এবং রোমানো মুসোলিনি
বেনিতো মুসোলিনি এবং রোমানো মুসোলিনি

সিরি-এ’তে অভিষেক হয়ে গেল ইতালির একনায়ক শাসক বেনিতো মুসোলিনির প্রপৌত্র রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনির। ইতিহাসের এক বিতর্কিত নামের উত্তরসূরি হলে একজন ফুটবলার হিসেবে মাঠে নেমে আলো কেড়েছেন রোমানো। অভিষেকেই দলের নায়ক বনে গেছেন তিনি।

সিরি-এ’তে সাসুওলোর বিপক্ষে ক্রেমোনেসের জার্সিতে ম্যাচের ৮৩ মিনিটে মাঠে নামেন রোমেরো। ২-২ সমতার ম্যাচে ৯২ মিনিটে সাসুওলোর ডিবক্সে ফাউলের শিকার হন রোমানো। পেনাল্টি পায় ক্রেমোনেস। পেনাল্টি থেকে ডি লুকা গোল করে ৩-২ গোলে জয় পায় দলটি।

রোমার একাডেমি দিয়ে ফুটবল যাত্রা শুরু রোমানোর। এরপর লাজিওর যুব দলে নাম লেখান। তবে শীর্ষ লিগে খেলার সুযোগ পাননি। ২০২৩-২৪ মৌসুমে তিনি ধারে খেলেছিলেন তৃতীয় স্তরের দল পেসকারায়, এবং ২০২৪-২৫ মৌসুমে খেলেছেন দ্বিতীয় স্তরের ক্লাব জুভে স্টাবিয়ায়। চলতি মৌসুমে লাজিও থেকে ধারে আসেন ক্রেমোনেসে।

ম্যাচের পরে সংবাদ সম্মেলনে রোমানো বলেছেন, ‘খুব অল্প সময়ে অনেক কিছু ঘটে গেছে। এই রাত কোনোদিন ভুলব না, কারণ আমি সবসময় সিরি-এ’তে অভিষেকের স্বপ্ন দেখতাম। আমার লক্ষ্য ছিল পার্থক্য গড়ে দেয়া এবং আমি খুশি, তা করতে পেরেছি।’

রোমানো মুসোলিনির পারিবারিক পরিচয় ইতালিতে আলোচনার ঝড় তুলতে বাধ্য। স্বৈরশাসক বেনিতো মুসোলিনির নাম এখনও ইতালির ইতিহাসে এক জটিল স্মৃতি। তবে রোমানো বহুবার বলেছেন- নাম বা বংশপরিচয় নয়, ফুটবলই তার পরিচয়। মাঠে তিনি শুধু একজন রাইটব্যাক, যিনি দলের জন্য লড়তে জানেন।

বেনিতো মুসোলিনি ইতালিতে জাতীয় ফ্যাসিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯২২ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত দেশটি শাসন করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি অ্যাডলফ হিটলারের সহযোগী ছিলেন। ১৯৪৫ সালে তাকে আটক করে হত্যা করা হয়।

Lading . . .