Advertisement

১৫ বর্ষী ডাউম্যানের অভিষেক, সাকা-ওডেগার্ডের চোট

চ্যানেল আই

প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৫-০ গোলে বড় জয় পেয়েছে আর্সেনাল। দারুণ জয়ের মাঝে গানারদের দুশ্চিন্তা বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ডের চোট। ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসের দ্বিতীয় কম বয়সী খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছে ম্যাক্স ডাউম্যানের।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ৬৪ মিনিটে ননি মাদুয়েকের পরিবর্তে ডাউম্যানকে নামান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ১৫ বছর ২৩৫ দিন বয়সে অভিষেক হয়েছে তার। সবচেয়ে কমবয়সে প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল তার সতীর্থ ইথান নোয়ানেরির। ২০২২ সালে বেন্টফোর্ডের বিপক্ষে ১৫ বছর ১৮১ দিন বয়সে ১ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন তিনি।

ঘরের মাঠে জোড়া গোল করেছেন জুরিয়েন টিম্বার ও ভিক্টর গোয়েকেরেস। অন্য গোলটি করেছেন বুকায়ো সাকা।

শুরুতে কিছুটা অগোছালো খেললেও ৩৪ মিনিটে লিড পায় আর্সেনাল। ডেকলান রাইসের কর্নার থেকে আসা বলে হেডে গোল আদায় করেন টিম্বার। মিনিট চারেক পর চোট পেয়ে মাঠ ছাড়েন গানার অধিনায়ক ওডেগার্ড। লিডসের অ্যান্টন স্টাখের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান তিনি। চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যেতে পারেননি নরওয়েজিয়ান মিডফিল্ডার। বদলি করে মাঠে নামানো হয় ১৮ বর্ষী ইথান নোয়ানেরিকে।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাকা। ২-০তে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিক দল।

দ্বিতীয়ার্ধে লিডসকে পাত্তাই দেয়নি আর্সেনাল। ৪৮ মিনিটে গোল করেন অভিষিক্ত ভিক্টর গোয়েকেরেস। মিনিট পাঁচেক পর চোটে মাঠ ছাড়েন সাকা। ৫৬ মিনিটে টিম্বার নিজের দ্বিতীয় গোলটি করেন। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ভিক্টর। ৫-০তে জিতে মাঠ ছাড়ে স্বাগতিক দল।

দুই তারকার চোট নিয়ে আর্সেনাল কোচ আর্তেতা বলেছেন, ‘মার্টিনের কাঁধের সমস্যা দেখা দিয়েছে। স্ক্যান করাতে হবে এবং ফল বলবে কতটা গুরুতর। সাকা হ্যামস্ট্রিংয়ে চোট অনুভব করছে। জানি না তারা কতদিন মাঠের বাইরে থাকবে। আমরা ইতিমধ্যেই কাই হাভার্টজকে হারিয়েছি এবং সাকা ও মার্টিন। সে কারণে দলকে সাজাতে হবে। এটি একটি দীর্ঘ মৌসুম হতে চলেছে এবং আমরা যা চাই তা অর্জন করার জন্য আমাদের অনেক খেলোয়াড় প্রয়োজন হবে।’

Lading . . .