বিশ্বকাপের প্রস্তুতি নিতে এশিয়া সফরে আসছে ব্রাজিল
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

বিশ্বকাপের প্রস্তুতি নিতে অক্টোবরে এশিয়া সফরে আসছে ব্রাজিল। দক্ষিণ কোরিয়া ও জাপানের মাটিতে দু’টি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আগামী মাসে নিজেদের শেষ দুই বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। ইতোমধ্যে ম্যাচ দু’টির জন্য অভিজ্ঞতা আর তারুণ্যের মিশ্রণে শক্তিশালী স্কোয়াড গড়েছে সেলেসাওরা।
এরপরই বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করবে ব্রাজিল। এই সময়ে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে সিবিএফ। সব প্রীতি ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলে মূল আসরের জন্য দলকে শাণিত করাই এরপর ব্রাজিলের লক্ষ্য। সেই লক্ষ্যে দক্ষিণ কোরিয়া ও জাপানের মাটিতে দু’টি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।
মঙ্গলবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়া ও ১৪ অক্টোবর জাপানের বিপক্ষে লড়বে সেলেসাওরা।
জানা গেছে, এরপর নভেম্বর মাসে আফ্রিকার দলগুলোর বিপক্ষে এবং ২০২৬ সালের মার্চ ও জুনে শীর্ষ ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আশা প্রকাশ করেছেন, এই ম্যাচগুলো তাকে খেলোয়াড়দের সম্পর্কে আরো ভালোভাবে বোঝার সুযোগ করে দেবে।
২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ৪৮ দলের অংশগ্রহণে। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের লক্ষ্য এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতে হেক্সা-মিশন পূর্ণ করা।