ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি উপহার দেবে ক্রিকেট বোর্ড
প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

ফুটবল পায়ে বারবার পুরো দেশকে আনন্দে ভাসিয়েছেন ঋতুপর্ণা চাকমা, উপহার দিয়েছেন অসংখ্য অর্জন ও গৌরবময় মুহূর্ত। অথচ অথচ তার দিন কাটে বাঁশের বেড়ার সাধারণ এক ঘরে!
দু’বারের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার জীবন যেন মুদ্রার উল্টা পিঠ। সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতার প্রতিচ্ছবি। রাঙামাটিতে ঋতুপর্ণার জীর্ণশীর্ণ বাঁশের ভাঙা বাড়ি বলে দেয় হাসি মুখের আড়ালের গল্প।
সাফ জয়ের পর পুরস্কার হিসেবে স্থানীয় প্রশাসন তাকে জমি দিলেও সেখানে বাড়ি নির্মাণ করে উঠতে পারেননি তিনি। গত বছর নিজের সেই অসহায় অবস্থার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপ করে জানিয়েছিলেন ঋতু।
এরপর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঋতুপর্ণার বাড়ির ছবি উঠে এলে শুরু হয় নানা আলোচনা। এমন অবস্থায় তার পাশে দাঁড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), এই ফুটবলারকে বাড়ি উপহার দেবে তারা।
গতকাল শনিবার বিসিবিতে পরিচালকদের সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানান মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তিনি জানান, ঋতুপর্ণার গ্রামে বাড়ি করে দেয়ার সিদ্ধান্তটি সভায় অনুমোদন হয়েছে।
এর আগেও নানা সময় বিভিন্ন ফেডারেশন ও ক্রীড়াবিদের জন্য এগিয়ে এসেছে বিসিবি। এবার তারা ঋতুপর্ণার বাড়ি তৈরি করার উদ্যোগ নিলো। তবে কবে নাগাদ কাজ শুরু হবে তা এখনো জানা যায়নি।
এ প্রসঙ্গে মিঠু গণমাধ্যমকে বলেন, ‘জাতীয় ফুটবল দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তার গ্রামের বাড়ি রাঙামাটিতে আমরা একটা বাড়ি করে দেবো। এই ব্যাপারে আজকের মিটিংয়ে অনুমোদন হয়েছে।’
আরও পড়ুন