Advertisement

সাগরিকার গোলে শিরোপা থেকে ৪৫ মিনিট দূরে বাংলাদেশ

চ্যানেল আই

প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে শিরোপা জিততে বাংলাদেশের সমীকরণ ছিল জয় অথবা ড্র। এমন সমীকরণের ম্যাচে নেপালের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে আফঈদা খন্দকারের দল। নিষেধাজ্ঞা থেকে ফিরেই গোল করেছেন বাংলাদেশের ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা।

ম্যাচের শুরুতেই সাগরিকার ঝলক, দ্বিতীয় মিনিটে তার বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক সুজিতা তামাং। প্রথম কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। ওই সময় মুনকি আক্তারের শট নেপালের গোলবারের বাইরে দিয়ে চলে যায়। প্রথম চার মিনিটে তিন কর্নার আদায় করে নেয় লাল-সবুজের দল। কর্নার থেকে নিশ্চিত গোল বাঁচিয়ে দেয় নেপালের ডিফেন্ডার।

আক্রমণের সুফল পেতে খুব একটা সময় লাগেনি বাংলাদেশের, স্বপ্না রানীর অ্যাসিস্টে সপ্তম মিনিটে ম্যাচের প্রথম গোল করেন সাগরিকা। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১৯ মিনিটে নেপালের নেয়া থ্রো ক্লিয়ার করতে গিয়ে বল যায় নেপালের কাছে, সেখান থেকে ভলি করলে বাংলাদেশের গোলকিপার মিলি আক্তার বল বুঝতে পারেননি। বল বারে লেগে গোল বঞ্চিত হয় নেপাল।

লেফট উইংয়ে শান্তি মার্ডি এবং রাইট দুই উইং দিয়ে উমেলা মারমা দুর্দান্ত খেলেছেন। মিডফিল্ডে স্বপ্না রানীর দারুণ পাসিংয়ে নেপালকে বারবার নাকানিচুবানি দিয়েছেন বাংলাদেশের ফরোয়ার্ড সাগরিকা। তবে বেশ কয়েকটি সুযোগ পেলেও ঠিকঠাক কাজটা করতে পারেনি বাংলাদেশ দল।

বিরতির মিনিট তিনেক আগে আক্রমণে উঠা নেপাল ডি বক্সে বাংলাদেশের মিলি আক্তারকে আঘাত করেন। রেফারি ফাউলের বাঁশি বাজান। পরের মিনিটে উমেলার পাসিংয়ে সাগরিকা আরেকটি সুযোগ পেলেও নেপালের গোলকিপারের দৃঢ়তায় বেঁচে যায় তারা। পরে ওই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

Lading . . .