ইসরায়েলের সাথে খেলে টিকিটের অর্থ গাজায় দেবে নরওয়ে
প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫

গাজার উপর হামলায় আর উদাসীন থাকবে না নরওয়ে ফুটবল ফেডারেশন। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের বিপক্ষে নরওয়ের ম্যাচের টিকিট বিক্রির অর্থ তারা গাজায় বসবাসরত জনগণের জন্য দেবে। ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে ১১ অক্টোবর অসলোতে মুখোমুখি হবে নরওয়ে ও ইসরায়েল।
নরওয়ে ফুটবল ফেডারেশন জানিয়েছে, গাজায় মানবিক দুর্দশার প্রতি উদাসীন থাকতে পারে না তারা এবং ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের খেলা থেকে পাওয়া যেকোনো অর্থ গাজায় দান করবে।
ফেডারেশনটির সভাপতি লিস ক্লেভেনেস মঙ্গলবার বিবৃতি দিয়েছেন। বলেছেন, ‘গাজায় বেসামরিক জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে যে মানবিক দুর্ভোগ এবং অসামঞ্জস্যপূর্ণ আক্রমণের শিকার হচ্ছে, তার প্রতি আমরা বা অন্যকোন সংস্থা উদাসীন থাকতে পারি না।’
‘আমরা এই অর্থ এমন একটি মানবিক সংস্থাকে দান করতে চাই যারা প্রতিদিন গাজায় জীবন বাঁচায় এবং মাঠে সক্রিয়ভাবে থেকে জরুরি সহায়তা প্রদান করে।’
ফেডারেশনটি বলেছে, তারা খেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উয়েফা এবং স্থানীয় পুলিশের সাথে কাজ করছে। অতিরিক্ত নিরাপত্তার কারণে ৩,০০০ টিকিট ধারণক্ষমতায় সীমিত থাকবে ভেন্যু। জাতীয় দলের খেলায় সাধারণত ২৬,০০০ দর্শক থাকে মাঠটিতে, দর্শক অনেক কম রাখা হবে।
বুধবার এসব পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইসরায়েলি ফুটবল ফেডারেশন নরওয়ের প্রতি বার্তা দিয়েছে। ২০২৩ সালে হামাসের হামলা এবং জিম্মি করার নিন্দার আহবান জানিয়েছে ইসরায়েলি ফেডারেশন। কোন সন্ত্রাসী সংগঠনে অর্থ স্থানান্তর করা হচ্ছে কিনা সেবিষয় নিশ্চিত হওয়ার জন্য নরওয়েজিয়ানদের প্রতি আহবানও জানিয়েছে ইসরায়েলি ফেডারেশন।
২০২৩ থেকে নিরাপত্তা জটিলতায় ইসরায়েল কোন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে না। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচ যেটি ইসরায়েলে হওয়ার কথা ছিল, হয়েছে নিরপেক্ষ ভেন্যু হাঙ্গেরিতে। সে ম্যাচে নরওয়ে জেতে ৪-২ গোলে।
৪ ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে নরওয়ে। ৩ ম্যাচে দুই জয় ও এক হারে দ্বিতীয় স্থানে ইসরায়েল। ২ ম্যাচে একজয় ও এক হারে গ্রুপটির তৃতীয় স্থানে আছে চারবারের বিশ্বকাপজয়ী ইতালি।