Advertisement

রোনালদো-এমবাপের গোলের রাতে পর্তুগাল-ফ্রান্সের জয়

চ্যানেল আই

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

রোমাঞ্চে ভরপুর ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে শেষ সময়ে জোয়াও ক্যানসেলোর গোলে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে পর্তুগাল। স্পট কিক থেকে জালের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রাতের আরেক ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ফ্রান্স। ফরাসিদের হয়ে গোল পেয়েছেন কাইলিয়ান এমবাপে।

মঙ্গলবার রাতে পুসকাস এরিনাতে হাঙ্গেরিকে হারিয়ে ইউরোপ অঞ্চলের বাছাইয়ের ‘এফ’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। ফ্রান্সের ঘরের মাঠে আইসল্যান্ডকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে সবার উপরে রয়েছে।

প্রথমার্ধের ২১ মিনিটে করে গোল হজম ফ্রান্স। আন্দ্রে গুজোসেন ফ্রান্সের জালে প্রথম বল পাঠান। এমবাপে ফ্রান্সকে সমতায় ফেরান প্রথমার্ধের অন্তিম মুহূর্তে। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ২৬ বর্ষী এমবাপে। ৬২ মিনিটে ব্রাডলি বারকোলার গোলে এগিয়ে যায় ফ্রান্স।

অরেলিয়েন চৌয়ামেনি ৬ মিনিট পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের ফ্রান্সকে দিতে হয় পরীক্ষা, শেষপর্যন্ত অবশ্য ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের দল।

অন্যম্যাচে হাঙ্গেরির মাঠে উত্তাপ ছড়িয়েছে অনেক। ২১ মিনিটে পর্তুগালের জালে বল পাঠান বার্নাবাস ভার্গা। তাতে ১-০তে লিড নেয় হাঙ্গেরি। ৩৬ মিনিটে বের্নার্ডো সিলভার গোলে সমতায় ফিরে পর্তুগাল। সমতায় থেকে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে রোনালদোর পেনাল্টি ব্যবধান বাড়ায় পর্তুগাল। ৮৪ মিনিটে দ্বিতীয় গোলে ভার্গার আবারো সমতায় ফেরে হাঙ্গেরি। শেষ মুহূর্তে ক্যানসোলের গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদো বাহিনী।

Lading . . .