Advertisement

ছেলেকে বদলি করায় ড্রেসিংরুমে বেলিংহ্যামের বাবার কাণ্ড!

যুগান্তর

প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বুন্দেসলিগার ম্যাচে ছেলে জোব বেলিংহ্যামকে বদলি করায় বরুশিয়া ডর্টমুন্ডের স্পোর্টিং ডিরেক্টর সেবাস্তিয়ান কেলের সঙ্গে বিবাদে জড়িয়েছেন মার্ক বেলিংহ্যাম। তিনি রিয়াল মাদ্রিদ তারকা জুড এবং ডর্টমুন্ডের জোব বেলিংহ্যামের বাবা। একইসঙ্গে তাদের এজেন্ট হিসেবেও কাজ করেন মার্ক।

এই ঘটনার পর ডর্টমুন্ড কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, ড্রেসিংরুমে খেলোয়াড়দের পরিবার ও এজেন্টদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

জার্মান সংবাদমাধ্যম বিল্ড ও স্কাই জার্মানি জানিয়েছে, সেন্ট পলির বিপক্ষে ডর্টমুন্ডের ম্যাচ শেষে টানেলে দাঁড়িয়ে ছিলেন মার্ক বেলিংহ্যাম। জোবকে প্রথমার্ধে বদলি করে নেওয়ার কারণে তিনি সে সময় কেলের সঙ্গে বিবাদে জড়ান।

বিল্ড-এর সঙ্গে কথা বলতে গিয়ে সরাসরি সংঘর্ষের প্রসঙ্গ উল্লেখ না করে কেল জানিয়েছেন, এমন ঘটনা আর ঘটতে দেওয়া হবে না। তিনি বলেন, ‘আমরা সবাই গতকালের ফলাফল নিয়ে হতাশ। তবে খেলার সক্রিয় এলাকা কেবল খেলোয়াড়, কোচিং স্টাফ ও ব্যবস্থাপনার জন্য পরিবার বা উপদেষ্টাদের জন্য নয়। আমরা সবাইকে পরিষ্কার জানিয়ে দিয়েছি, এমন ঘটনা আর হবে না।’

শনিবার সেন্ট পলির বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে ৩-৩ গোলে ড্র করে ডর্টমুন্ড। ম্যাচের শেষ পাঁচ মিনিটে ৩-১ গোলে এগিয়ে থাকলেও ফিলিপো মানের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় তারা। শেষ মুহূর্তে দুই গোল হজম করে পয়েন্ট ভাগাভাগি করে দলটি।

আরও পড়ুন

Lading . . .