Advertisement

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা

যুগান্তর

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

24obnd

আগামী ২২ সেপ্টেম্বর ঘোষণা করা হবে ব্যালন ডি’অর বিজয়ীর নাম। তার আগে আজ আয়োজকেরা বিভিন্ন ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছেন। মোট ছয়টি বিভাগে মোট ১০টি বিভাগে দেওয়া হবে পুরস্কার।

সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার ছেলেদের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় আছেন ৩০ জন। উসমান দেম্বেলে, লামিনে ইয়ামাল, মোহাম্মদ সালাহ, রাফিনিয়া—মৌসুমজুড়ে আলোচনায় থাকা সবাই আছেন তালিকায়।

ব্যালন ডি’অর-পুরুষ

• উসমান দেম্বেলে - পিএসজি (ফ্রান্স)

• জিয়ানলুইজি দোন্নারুমা - পিএসজি (ইতালি)

• জুড বেলিংহাম - রিয়াল মাদ্রিদ (ইংল্যান্ড)

• দেজিরে দুয়ে - পিএসজি (ফ্রান্স)

• ডেনজেল ডামফ্রিস - ইন্টার মিলান (নেদারল্যান্ডস)

• সেরহু গিরাসি - বরুসিয়া ডর্টমুন্ড (গিনি)

• আর্লিং হলান্ড - ম্যানচেস্টার সিটি (নরওয়ে)

• ভিক্টর ইয়োকেরেস - আর্সেনাল (সুইডেন)

• আশরাফ হাকিমি - পিএসজি (মরক্কো)

• হ্যারি কেইন - বায়ার্ন মিউনিখ (ইংল্যান্ড)

• খিচা কাভারেস্কাইয়া - পিএসজি (জর্জিয়া)

• রবার্ট লেভানডফস্কি - বার্সেলোনা (পোল্যান্ড)

• আলেক্সিস ম্যাক অ্যালিস্টার - লিভারপুল (আর্জেন্টিনা)

• লাওতারো মার্তিনেজ - ইন্টার মিলান (আর্জেন্টিনা)

• স্কট ম্যাকটমিনে - নাপোলি (স্কটল্যান্ড)

• কিলিয়ান এমবাপ্পে - রিয়াল মাদ্রিদ (ফ্রান্স)

• নুনো মেন্দেস - পিএসজি (পর্তুগাল)

• জোয়াও নেভেস - পিএসজি (পর্তুগাল)

• পেদ্রি - বার্সেলোনা (স্পেন)

• কোল পালমার - চেলসি (ইংল্যান্ড)

• মাইকেল ওলিসে - বায়ার্ন মিউনিখ (ফ্রান্স)

• রাফিনিয়া - বার্সেলোনা (ব্রাজিল)

• ডেকলান রাইস - আর্সেনাল (ইংল্যান্ড)

• ফাবিয়ান রুইজ - পিএসজি (স্পেন)

• ভার্জিল ফন ডাইক - লিভারপুল (নেদারল্যান্ডস)

• ভিনিসিয়ুস জুনিয়র - রিয়াল মাদ্রিদ (ব্রাজিল)

• মোহাম্মদ সালাহ - লিভারপুল (মিসর)

• ফ্লোরিয়ান ভির্টজ - লিভারপুল (জার্মানি)

• ভিতিনিয়া - পিএসজি (পর্তুগাল)

• লামিনে ইয়ামাল - বার্সেলোনা (স্পেন)


নারী ব্যালন ডি’অর

• লুসি ব্রোঞ্জ - চেলসি (ইংল্যান্ড)

• বারবারা বান্দা - অরল্যান্ডো প্রাইড (জাম্বিয়া)

• আইতানা বোনমাতি - বার্সেলোনা (স্পেন)

• স্যান্ডি বাল্টিমোর - চেলসি (ফ্রান্স)

• মারিওনা কালদেন্তেই - আর্সেনাল (স্পেন)

• ক্লারা বিউল - বায়ার্ন মিউনিখ (জার্মানি)

• সোফিয়া কান্তোরে - ওয়াশিংটন স্পিরিট (ইতালি)

• স্টেফ ক্যাটলি - আর্সেনাল (অস্ট্রেলিয়া)

• মেলচি দ্যুমরনে - লিওঁ (হাইতি)

• টেমওয়া চাউয়িঙ্গা - কানসাস সিটি কারেন্ট (মালাউই)

• এমিলি ফক্স - আর্সেনাল (যুক্তরাষ্ট্র)

• ক্রিস্টিয়ানা জিরেল্লি - জুভেন্টাস (ইতালি)

• এস্থের গনসালেস - গোথাম এফসি (স্পেন)

• ক্যারোলিন গ্রাহাম হানসেন - বার্সেলোনা (নরওয়ে)

• পাত্রি গুইহারো - বার্সেলোনা (স্পেন)

• আমান্ডা গুতিয়েরেস - পালমেইরাস (ব্রাজিল)

• হানা হ্যাম্পটন - চেলসি (ইংল্যান্ড)

• পেরনিল হার্ডার - বায়ার্ন মিউনিখ (ডেনমার্ক)

• লিন্ডসে হিপস - লিওঁ (যুক্তরাষ্ট্র)

• ক্লোয়ি কেলি - আর্সেনাল (ইংল্যান্ড)

• মার্তা - অরল্যান্ডো প্রাইড (ব্রাজিল)

• ফ্রিদা লেওনহার্ডসেন মানউম - আর্সেনাল (নরওয়ে)

• এভা পাওর - বার্সেলোনা (পোল্যান্ড)

• ক্লারা মাতেও - প্যারিস এফসি (ফ্রান্স)

• আলেসিয়া রুসো - আর্সেনাল (ইংল্যান্ড)

• ক্লাউদিয়া পিনা - বার্সেলোনা (স্পেন)

• আলেক্সিয়া পুতেয়াস - বার্সেলোনা (স্পেন)

• ইয়োহানা রিটিং কানেরিউড - চেলসি (সুইডেন)

• ক্যারোলিন ওয়িয়ার - রিয়াল মাদ্রিদ (স্কটল্যান্ড)

• লিয়া উইলিয়ামসন - আর্সেনাল (ইংল্যান্ড)


বর্ষসেরা ক্লাব (পুরুষ)

ক্লাব বিশ্বকাপজয়ী চেলসি ও চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি ছাড়াও সংক্ষিপ্ত তালিকায় আছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগা চ্যাম্পিয়নরা। ইউরোপের বাইরের ক্লাবও আছে একটি—ব্রাজিলের বোতাফোগো।

• বার্সেলোনা (স্পেন)

• বোতফোগো (ব্রাজিল)

• চেলসি (ইংল্যান্ড)

• লিভারপুল (ইংল্যান্ড)

• পিএসজি (ফ্রান্স)


বর্ষসেরা ক্লাব (নারী)

পুরুষ ফুটবলের মতো মেয়েদের সেরা ক্লাবের সংক্ষিপ্ত তালিকায় আছে দুটি ইংলিশ ক্লাব—ইউরোপীয় চ্যাম্পিয়ন আর্সেনাল ও ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি।

• আর্সেনাল (ইংল্যান্ড)

• বার্সেলোনা (স্পেন)

• চেলসি (ইংল্যান্ড)

• লিওঁ (ফ্রান্স)

• অরলান্ডো প্রাইড (যুক্তরাষ্ট্র)


বর্ষসেরা কোচ (পুরুষ দল)

কে হবেন বর্ষসেরা পুরুষ দলের কোচ সেটি অনুমান করা একটু কঠিনই। নামগুলো দেখুন।

• আন্তোনিও কন্তে (নাপোলি)

• লুইস এনরিকে (পিএসজি)

• হান্সি ফ্লিক (বার্সেলোনা)

• এনজো মারেস্কা (চেলসি)

• আর্নে স্লট (লিভারপুল)


বর্ষসেরা কোচ (নারী দল)

ইংল্যান্ডকে ইউরো জেতান সারিনা ভিগমান, ব্রাজিলকে কোপা আমেরিকা জেতানো আর্থুর ইলিয়াসও আছেন সংক্ষিপ্ত তালিকায়।

• সোনিয়া বোমপাস্তোর (চেলসি)

• আর্থুর ইলিয়াস (ব্রাজিল)

• জাস্টিন মাডুগু (নাইজেরিয়া)

• রেনে স্লেজার্স (আর্সেনাল)

• সারিনা ভিগমান (ইংল্যান্ড)

ইয়াশিন ট্রফি (পুরুষ গোলরক্ষক)

• অ্যালিসন বেকার (লিভারপুল ও ব্রাজিল)

• ইয়াসিন বুনু (আল হিলাল ও মরক্কো)

• লুকাস শেভালিয়ে (লিল ও ফ্রান্স)

• থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ ও বেলজিয়াম)

• জিয়ানলুইজি দোন্নারুমা (পিএসজি ও ইতালি)

• এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা ও আর্জেন্টিনা)

• ইয়ান অবলাক (আতলেতিকো মাদ্রিদ ও স্লোভেনিয়া)

• দাভিদ রায়া (আর্সেনাল ও স্পেন)

• মাত্জ সেলস (নটিংহাম ফরেস্ট ও বেলজিয়াম)

• ইয়ান সোমার (ইন্টার মিলান ও সুইজারল্যান্ড)

ইয়াশিন ট্রফি (নারী গোলরক্ষক)

• আন-কাটরিন বার্গার (গাথাম এফসি ও জার্মানি)

• কাতা কয় (বার্সেলোনা ও স্পেন)

• হানা হ্যাম্পটন (চেলসি ও ইংল্যান্ড)

• চিয়ামাকা এনাদোজি (ব্রাইটন ও নাইজেরিয়া)

• ড্যাফণে ফন ডমসেলার (আর্সেনাল ও নেদারল্যান্ডস)

আরও পড়ুন

Lading . . .