প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫

ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বের গ্রুপপর্বে প্রথম দুই ম্যাচে হেরে আগেই বাদ পড়েছে বাংলাদেশ। তবে শেষটা রাঙিয়েছে লাল-সবুজের দল। সিঙ্গাপুরের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে বাংলাদেশ। এশিয়ান কাপের মূলপর্বে যেতে না পারলেও এ জয়ে বেশ খুশি অধিনায়ক শেখ মোরসালিন এবং সহকারি কোচ হাসান আল মামুন।
ম্যাচ পরবর্তী বাফুফের ভিডিও বার্তায় কথা বলে মোরসালিন এবং মামুন । সেখানে নিজেদের উচ্ছাসের কথা জানান।
মোরসালিন বলেছেন, ‘আগের দুটা ম্যাচ হেরেও আজকের ম্যাচটা জিততে পেরেছি, এটা দলগত অর্জন। আমদের দলের সবার কারণে এটা সম্ভব হয়েহে। প্রথমার্ধে একটু নড়বড়ে ছিলাম, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পেরেছি। তিন পয়েন্ট পেয়েছি এর জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই।‘
ম্যাচে দারুণ করেছেন মোরসালিন। চারটি গোলেই সরাসরি অবদান রেখেছেন। নিজের পারফরম্যান্স নিয়ে বলেছেন, ‘আমি একটি গোল করেছি এবং তিনটা অ্যাসিস্ট করেছি। তবে বলতে চাই সব অর্জন আমার দলের। আসলে এটা একা সম্ভব ছিল না, আমার সতীর্থরা সাথে ছিল বলেই হয়েছে।’
‘বিশ্বাস করেন আমরা দুটা ম্যাচ হেরেছি বলে আমাদের মধ্যে অনেক হতাশা ছিল। হতাশা এখন কাটাতে পেরেছি। বাংলাদেশের দর্শকদের কাছে আমি দুঃখিত, পাশাপাশি কৃতজ্ঞতা তাদের কাছে, এত খারাপ সময় আমাদের পাশে ছিলেন। আমরা আমাদের শেষ ম্যাচটা আপনাদেরকে উৎসর্গ করতে চাই। শেষ ম্যাচের জয়টা আমরা ধারাবাহিক রাখবো এবং আগামীতে মূলপর্বে খেলতে পারবো।’
সহকারি কোচ হাসান আল মামুন বলেছেন, ‘বাংলাদেশ প্রথম কোন (টুর্নামেন্টে) অনূর্ধ্ব-২৩ ম্যাচে বাংলাদেশ জিতেছে, সেই টিমের কোচ হিসেবে থাকা সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এ টুর্নামেন্ট আমাদের জন্য শিক্ষণীয় ছিল। ক্রমশ আমরা দলটা গুছিয়ে নিয়েছি। এটা স্পষ্ট ভিয়েতনাম শক্তিশালী ছিল, ইয়েমেনের সাথে জেতাটা দরকার ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা জিততে পারিনি। আগের ম্যাচে দেখা গেছে, আমরা বদলি খেলোয়াড় ইমপ্যাক্ট রাখতে পারিনি বলে আমরা পেছনে পড়েছি। কিন্তু আজকে সেটা হয়েছে। এটাও পরিষ্কার যে ভবিষ্যতে এখানে থেকে বাংলাদেশ দলে খেলোয়াড় পাওয়া যাবে।’
আসরের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরে আসর শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের কাছে শেষ মিনিটে গোলে ১-০ গোলের হার দেখতে হয়।