সুরভীর হ্যাটট্রিকে আবারও নেপালকে হারাল বাংলাদেশ
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে আবারও জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় লেগের দেখায় সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে টিম টাইগ্রেস। আসরে প্রথম দেখায় ৩-০তে জিতেছিল লাল-সবুজের দল।
জয়ে টেবিলে সুবিধাজনক অবস্থায় রয়েছে অর্পিতা বিশ্বাসের দল। ৪ ম্যাচ শেষে তিন জয়ে ৯ পয়েন্ট বাংলাদেশের। সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলেও গোলব্যবধানে এগিয়ে শীর্ষে আছে ভারত।
শুরু থেকে দারুণ খেলে ম্যাচের ৩৭ মিনিটে ভালো সুযোগ পেয়েছিলেন আলপি আক্তার। সুরভীর পাসে ফাঁকায় বল পেয়েও দুর্বল শটে বল নেপাল গোলকিপারের হাতে মারেন। সুযোগ হাতছাড়া হয়। পরের মিনিটে সাফল্য পায় বাংলাদেশ, থুইনুয়ে মারমার গোলে ১-০তে এগিয়ে যায়।
বিরতির আগে আগে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। লেফট উইং থেকে মামোনি চাকমার অ্যাসিস্টে বাঁ-পায়ের জোরাল শটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন সুরভী, ২-০তে এগিয়ে যায় দল। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডিফেন্ডারদের ভুলে একটি গোল হজম করে বাংলাদেশ, ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যান আলপি-সুরভীরা।
বিরতির পর বাংলাদেশকে কিছুটা চাপে রেখেছিল নেপাল। ৫০ মিনিটে নেপালের প্রথম স্কোরার বাংলাদেশ গোলকিপার ইয়ারজানকে একা পেয়েও বল পোস্টের বাইরে মারেন। সমতার সুযোগ হাতছাড়া করেন নেপাল অধিনায়ক ভূমিকা বুদাতোকি। ৬৯ মিনিটে পূর্ণিমা মারমা ভালো বল বানিয়ে দিলেও কাজে লাগাতে পারেননি মামোনি চাকমা।
ম্যাচের ৭১ মিনিটে নিজের দ্বিতীয় এবং ম্যাচের তৃতীয় গোলটি করেন সুরভী। মামোনি চাকমার কর্নার থেকে ডি-বক্সের মধ্যে পাওয়া বল হালকা টোকায় জালে জড়াতে ভুল করেননি সুরভী, ব্যবধান দাঁড়ায় ৩-১। ৮০ মিনিটে গোলকিপার ইয়ারজান ব্যাকপাসের বল ধরলে বক্সের মধ্যে হ্যান্ডবল পায় নেপাল, সে সুযোগ কাজে লাগাতে দেননি বাংলাদেশ ডিফেন্ডাররা।
খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে হ্যাটট্রিক পূর্ণ করেন সুরভী আকন্দ প্রীতি। ৮৫ মিনিটে মামোনি চাকমার অ্যাসিস্টে সহজে গোল এনে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, ৪-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ওই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ মাহবুবুর রহমান লিটু বাহিনী।