Advertisement

‘ভুল থেকেই খেলোয়াড়রা শিখবে’

চ্যানেল আই

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় লেগের ম্যাচে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। ম্যাচে বাংলাদেশের হজম করা একমাত্র গোলটি ছিল কিছুটা দৃষ্টিকটু। সেটি নিয়ে কোচ মাহবুবুর রহমান বললেন, ভুল থেকেই খেলোয়াড়রা শিখবে।

ম্যাচের পর বাংলাদেশ কোচ লিটু বললেন, ‘ম্যাচ তো আপনারা দেখেছেন, মেয়েরা মোটামুটি খেলার চেষ্টা করেছে। তারপরও বলব যে কিছু ভুল ছিল। ভুলগুলোও খেলার একটি অংশ। আমরা ৪-১ গোলে জিতেছি। আমরা যে গোলটা খেয়েছি সেটা ভালো হয়নি।’

‘আমাদের সামনে এখনও সময় আছে। ম্যাচ বাই ম্যাচ আমরা চেষ্টা করব যে ভুলত্রুটিগুলো হয়েছে সেগুলো যেন না হয়। এই পর্যায়ের খেলায় আপনারা জানেন, মেয়েরা ভুল করবে। ভুল থেকেই তারা শিখবে।’

প্রথমার্ধে ম্যাচের প্রথম গোলটি করেন ফরোয়ার্ড থুইনুয়ে মারমা। পরে তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আরেক ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি। বাংলাদেশ পরের ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। খেলা হবে শুক্রবার বিকেল তিনটায়।

Lading . . .