প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

মাসের শুরুতে লিগস কাপে নেকাক্সার বিপক্ষে নেমে চোটে পড়েছেন লিওনেল মেসি। আপাতত মাঠের বাইরেই আছেন। চোট নিয়ে মিয়ামির পক্ষ থেকে পরিষ্কার কিছু না জানালেও ক্লাবটির পরের ম্যাচ অরল্যান্ডো সিটির বিপক্ষে পাওয়া যাবে না বিশ্বজয়ীকে। কোচ হাভিয়ের মাশ্চেরানোর মতে, ব্যস্ত সূচি বিবেচনায় এই ম্যাচে খেলা তার সাবেক সতীর্থের জন্য খুব বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।
মেজর লিগ সকারে (এমএলএস) সোমবার সকালে অরল্যান্ডো সিটির মাঠে খেলবে মিয়ামি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশ্চেরানো বলেছেন, ‘লিওকে এই ম্যাচে পাওয়া যাবে না। লিও ঠিক আছে, তবে সামনের সবকিছু (ব্যস্ত সূচি) বিবেচনা করে তাকে অরল্যান্ডোতে নিয়ে যাওয়ার ঝুঁকি নেয়াটা হবে পাগলামি। আমরা আশাবাদী সে শিগগিরই আমাদের সঙ্গে ফিরবে।’
এই ম্যাচের পর এমএলএসে ১৬ আগস্ট এলএ গ্যালাক্সির বিপক্ষে লড়বে মিয়ামি। সেটির তিনদিন পর লিগস কাপের কোয়ার্টার ফাইনালে টাইগ্রেস ইউএএনএলের মুখোমুখি হবে ক্লাবটি।