রিয়ালে ১৭ মৌসুম কাটানো ভাসকুয়েজ এখন লেভারকুসেনে
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

রিয়াল মাদ্রিদের সঙ্গে লুকাস ভাসকুয়েজের সম্পর্ক লম্বা সময়ের। রিয়াল একাডেমিতে বড় হওয়া স্পেনিয়ার্ড চলতি দলবদলে নাম লিখিয়েছেন বেয়ার লেভারকুসেনে। ২০২৭-এর জুন পর্যন্ত চুক্তি করেছেন জার্মান ক্লাবটিতে।
গত মে’তে লস ব্লাঙ্কোসদের হয়ে ৪০০ ম্যাচ খেলার ক্লাবে নাম লেখান লুকাস। ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলেন ছাড়তে চলেছেন বার্নাব্যু। নতুন ক্লাবে ইতিমধ্যে পরিচয় করিয়ে দেয়া হয়েছে ৩৪ বর্ষী তারকাকে। ২১ নম্বর জার্সিতে খেলবেন।
লেভারকুসেনের ব্যবস্থাপনা পরিচালক সিমন হফস বলেছেন, ‘আমরা একজন অভিজ্ঞ ফুটবলারের সাথে চুক্তি করেছি। যিনি গত ১০ বছরে রিয়ালের হয়ে সবকিছু জিতেছেন। কলাকৌশল, বল আদান প্রদান ও রক্ষণে দারুণ তিনি। যার অসাধারণ প্রভাব থাকবে আমাদের খেলায়।’
রিয়াল একাডেমি থেকে মূল দলে, পরে পাঁচবার ইউরোপসেরারসহ ২৩ শিরোপা জিতেছেন ভাসকুয়েজ। শুরুতে উইঙ্গার হিসেবে খেলেছেন। দলের প্রয়োজনে তাকে খেলতে হয় রাইটব্যাক হিসেবেও।
১৬ বছর বয়সে লস ব্লাঙ্কোসদের একাডেমিতে নাম লেখানোর পর মাঝে এক মৌসুম ধারে কাটান এস্পানিওলে। রিয়ালের হয়ে ৪০২ ম্যাচ খেলেছেন। আগামী মৌসুমে এরিক টেন হাগের অধীনে জার্মানিতে মাঠ মাতানোর অপেক্ষায় ভাসকুয়েজ।