প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫
‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার মানেই বিশেষ কিছু। বেশিরভাগ ম্যাচসেরাকেই দেয়া হয় আর্থিক পুরস্কার। তবে ইউরোপিয়ান ফুটবল লিগগুলোতে দেয়া হয় দামি পানীয়র বোতল।
তবে এর বাহিরেও আছে অদ্ভুত সব পুরস্কার দেয়ার নানা ঘটনা। এগুলো যেমন অদ্ভুত, তেমনি হাস্যকরও বটে। যেমন সম্প্রতি ম্যাচসেরা হয়ে ৫৫ কেজি আলু পুরস্কার পেয়েছেন একজন ফুটবলার!
ঘটনা গত রোববারের, ড্যানিশ সুপার লিগের ম্যাচে। যেখানে ঘরের মাঠে নর্ডসজেল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারায় সন্ডারিউস্কে। স্বাগতিকদের পক্ষে প্রথম গোলটি করেন সৌলাস। হন ম্যাচ সেরাও।
যেখানে সবাইকে চমকে দিয়ে পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেয়া হয় একগাদা আলু! যার ওজন ৫৫ কেজি। এতো আলু টেনে নেয়া সহজ নয়, তাই আলুর সাথে ঠেলাগাড়িও উপহার পান তিনি।
অদ্ভুত এই পুরস্কার অবশ্য বাড়ি নিয়ে যাননি সৌলাস। বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, ‘আমি আলুগুলো ক্লাবের ক্যাফেটেরিয়ায় দিয়ে দিয়েছি। আর ওরা কিছু দান করেছে স্থানীয় স্যুপ কিচেনে ক্ষুধার্ত ও গৃহহীন মানুষদের জন্য।’
গত সপ্তাহেও ঘটেছে এমন অদ্ভুত ঘটনা। নরওয়ের ঘরোয়া লিগে ব্রাইন এফকের ফুটবলার লাসে কভিগস্ট্যাডকে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ১০০ ডিম, ৪০ প্যাকেট ওটস ও ২০ লিটার দুধ দেয়া হয়।!
মার্টিন ওডেগার্ড ২০১৯-২০ মরশুমে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলার সময় মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে পেয়েছিলেন এক বিশাল মাছ।
কিছুদিন আগে মালাওয়াই ফুটবল লিগে। ম্যাচসেরার পুরস্কার হিসেবে হাতে তুলে দেয়া হয় একটি জ্যান্ত মুরগি! আফ্রিকান লিগগুলোতে এমন পুরস্কার নতুন কিছু নয়।
ঘানার লিগে একজোড়া স্যান্ডেল তুলে দেয়ার মতো ঘটনাও আছে। বতসোয়ানা লিগে সেরা খেলোয়াড় পান ঘরের বাজার-সদাই!
এছাড়া দক্ষিণ আফ্রিকায় একবার ম্যাচ সেরার পুরস্কার দেয়া হয় ৫ জিবি ডাটা। স্কটিশ প্রিমিয়ার শিপের ২০১৮ আসরব ম্যাচ সেরার পুরস্কার হিসেবে দেয়া হয়েছিল একটি বিশাল পিৎজ্জা!
বাংলাদেশের ফুটবলেও আছে এমন অদ্ভুত ঘটনা। কয়েক বছর আগে বাফুফের ফেডারেশন কাপে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে দেয়া হয় হাজার টাকা মূল্যের ‘ইস্ত্রি’।