মাত্র ৭ দিনেই যেভাবে মোমের মতো মসৃণ হবে ত্বক
প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

গুটিকয়েক উপাদান দিয়ে বাড়িতে নিজে নিজেই বানিয়ে ফেলুন রেসিপি। সাত দিনেই মোমের মতো মসৃণ হবে ত্বক। আপনি বাজারে নানা রকম ব্র্যান্ডের ‘বডি বাটার’ পাবেন। তার দামও বিস্তর। গাঁটের কড়ি খসাতে না চাইলে বাড়িতেও বানিয়ে নেওয়া যেতে পারে। কীভাবে বানাবেন সেই রেসিপি, যা আপনার ত্বক মসৃণ করবে, জেনে নিন।
এখন মাখন সবাই খায় না, কেউ কেউ গায়ে মাখে। গালভরা নাম—‘বডি বাটার’। মুখে-হাতে-পায়ে মাখলে মোমের মতো মসৃণ হয় ত্বক। রুক্ষ ত্বকের সমস্যা নিয়ে যারা নাজেহাল, তারা শুধু ক্রিম বা অলিভ অয়েলের বদলে এই মাখন মেখে দেখতে পারেন। এর মধ্যে অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ভিটামিন-ই, ভিটামিন-ডি, ফাইটোস্টেরল, প্রোভিটামিন থাকার কারণে ত্বকের যত্নে, বিশেষ করে শিশুর ত্বকের যত্নে খুব ভালো কাজ হয়। তবে দোকানের মতো ‘বডি বাটার’ চাইলে, তারও রেসিপি কঠিন নয়। সব রকম পদ্ধতি জেনে নিন।
নারিকেল তেলের ‘বডি বাটার’ তৈরি করুন। আপনি এককাপ নারিকেল তেলে এক চা-চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিন। আর তাতে ৮ ফোঁটা ভিটামিন-সি অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে ফেলুন। ভালো করে তেল মিশিয়ে নিয়ে সারারাত ফ্রিজে রেখে দিন। পরদিন দেখুন, নারিকেল তেল জমে যাবে। এবার তাতে এক চামচ কর্ণফ্লাওয়ার মিশিয়ে ব্লেন্ড করে নিন কিংবা চামচ দিয়ে জোরে জোরে ফেটাতে থাকুন, যাতে মিশ্রণটি নরম ও ক্রিমের মতো হয়ে যায়। এবার কাচের জারে সেটি ভরে রেখে দিন। প্রতি দিন গোসলের আগে কিংবা রাতে ভালো করে মালিশ করুন, দেখবেন আপনার ত্বক নরম হবে এবং ব্রণ-ফুস্কুড়ির সমস্যাও দূর হবে।
এ ছাড়া আরও একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন, তা হচ্ছে— দোকানের মতো বডি বাটার তৈরি করবেন কীভাবে, তা জেনে নিন। শিয়া বাটার আধাকাপ, কোকো বাটার আধাকাপ, নারিকেল তেল আধাকাপ, আমন্ড অয়েল আধাকাপ মিশিয়ে নিন। এরপর চুলায় কম আঁচে তেলের মিশ্রণে গরম করে নিন। তেল ফুটে গেলে নামিয়ে ঠান্ডা করুন।
এরপর ঠান্ডা করতে ফ্রিজে রাখুন সারা রাত। তেল জমে যাবে। এরপর তাতে এক চামচ ভিটামিন ই তেল, ২০-৩০ ফোঁটা ল্যাভেন্ডার বা রোজমেরি তেল মিশিয়ে নিন। তার পর ভালো করে ব্লেন্ড করতে হবে। হাতেও ফেটিয়ে নিতে পারেন। মিশ্রণটি ক্রিমের মতো হয়ে গেলে সেটিকে কাচের জারে ভরে রাখুন। প্রতিদিন সকাল কিংবা রাতে মালিশ করুন।
আরও পড়ুন