Advertisement

আগামী নির্বাচনে সমতল জনগোষ্ঠীর সমর্থন চায় বিএনপি

যুগান্তর

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

24obnd

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে সমতল জনগোষ্ঠীর সমর্থন চায় বিএনপি। তিনি বলেন, জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সরকারি চাকরিতে প্রবেশ আরও সহজ করা হবে। প্রতিটি জাতি-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি বিএনপির আস্থা ও শ্রদ্ধা রয়েছে।

শনিবার বিকালে ময়মনসিংহ টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ভাষার বহুত্ব, সংস্কৃতির বৈচিত্র্য ও প্রতিটি জাতিগোষ্ঠীর স্বতন্ত্রতা রক্ষা এবং উন্নয়নে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফায় স্পষ্টভাবে উল্লেখ আছে—জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সম্মানিত অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ নির্যাতনের পর এক অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। তারেক রহমানের নেতৃত্বে সেই বাংলাদেশে সকল জাতিগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন বানচাল করার জন্য একটি গোষ্ঠী উগ্রবাদ উসকে দিচ্ছে। একাত্তরের চেতনায় আজও আমাদের ঐক্যবদ্ধভাবে অধিকার রক্ষায় লড়াই করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদগে। এ সময় বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আদিবাসী তরুণীরা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন এবং প্রধান অতিথির পক্ষ থেকে সমতলের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সমাবেশে দেশের সমতল অঞ্চলের ১২ জেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Lading . . .