Advertisement

ভারতে স্থানীয়দের মারধরে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

যুগান্তর

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

24obnd

ভারতের মেঘালয়ে স্থানীয়দের মারধরে নিহত এক বাংলাদেশি যুবক মো. আকরাম হোসেনের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহেশখোলা বিওপির মেইন পিলার ১১৮৮ সংলগ্ন এলাকায় বিজিবি সদস্য ও পুলিশের কাছে মো. আকরাম হোসেনের (৩২) মরদেহ হস্তান্তর করা হয়।

হস্তান্তর প্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান ও বিজিবি সদস্য এবং অন্যদিকে ভারতের পক্ষে বিএসএফ ও সেখানকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিহত মো. আকরাম হোসেন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে।

নিহত আকরামের ভাই শেখ ফরিদ বলেন, গত ১১ আগস্ট আমার ছোট ভাই আকরাম হোসেনকে ভারতের স্থানীয় লোকজন মারধর করছেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাই। এরপর থেকেই আমি বিজিবি এবং ঝিনাইগাতী থানা পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছি, যেন আমার ভাইকে বাংলাদেশে ফেরত আনা যায়। রোববার বিএসএফ আমার ভাইয়ের লাশ কলমাকান্দা পুলিশের কাছে ফেরত দিয়েছে। আশা করছি আইনানুগ প্রক্রিয়া শেষে আকরামের লাশ দ্রুত আমাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, বিএসএফ ও বিজিবির সমন্বয়ে নিহত বাংলাদেশির লাশ আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

Lading . . .