Advertisement

নেত্রকোনায় শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন

যুগান্তর

প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫

24obnd

নেত্রকোনার মোহনগঞ্জে সাত বছরের একটি কন্যাশিশুকে ধর্ষণের দায়ে রহমত আলী (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

বুধবার দুপুরে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. আবদুছ ছোবাহান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি রহমত আলীর বাড়ি জেলার মোহনগঞ্জ উপজেলার মাইজহাটি গ্রামে। তিনি ওই গ্রামের ইয়াদ আলীর ছেলে।

জানা গেছে, ঘটনার সময় শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়ত। ২০১২ সালের ৩ মে সকালে সে প্রতিদিনের মতো বিদ্যালয়ে যায়। একপর্যায়ে বই-খাতা শ্রেণিকক্ষে রেখে মাঠে খেলার দাঁড়িয়ে থাকে। তখন বিদ্যালয় সংলগ্ন বাড়ির রহমত আলী তাকে কোলে করে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে।

আদালত সূত্র জানায়, মেডিকেল রিপোর্টসহ সব ধরনের সাক্ষ্য-প্রমাণে ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক উল্লিখিত রায় ঘোষণা করেন।

আরও পড়ুন

Lading . . .