শেরপুরে পাটের বাম্পার ফলন, ব্যস্ত কৃষকরা
প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫

শেরপুরে চলতি মৌসুমে পাটের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিলেও জাগ দেওয়ার উপযুক্ত পরিবেশ না থাকায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। তবে কয়েক দিনের বৃষ্টিতে কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। নিবিড় পরিচর্যা, কৃষি অফিসের প্রশিক্ষণ ও নিয়মিত পরামর্শের ফলে খেতগুলোতে উল্লেখযোগ্য রোগবালাই দেখা যায়নি।
এবার আবহাওয়া অনুকূলে থাকায় কৃষি কর্মকর্তারা বাম্পার ফলনের আশা করছেন। একই সঙ্গে কৃষকদের জন্য ভালো দামের সম্ভাবনার কথাও জানিয়েছেন তারা।
সরেজমিন শেরপুরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বাতাসে দোল খাচ্ছে সতেজ সবুজ পাটগাছ। বর্ষার শুরুর বৃষ্টিতে সজীবতা ফিরে পাওয়া খেতগুলো যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের চিত্র ফুটে উঠেছে।
শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষকরা জানান, এ বছর প্রথমে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় খাল-বিল ও নিচু জমিতে পানি ছিল না। এর ফলে পাট জাগ দেওয়ার জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছিল। তবে কয়েক দিন ধরে টানা বৃষ্টিপাত হওয়ায় পাট জাগ দেওয়ার সমস্যা অনেকটাই কেটে গেছে।
শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ হুমায়ুন কবির জানান, ইতোমধ্যে শেরপুরে পাট কাটা শুরু হয়েছে। এ বছর শেরপুরে পাট চাষের লক্ষ্যমাত্রা ১ হাজার ৮৯৪ হেক্টর থাকলেও বর্তমানে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১ হাজার ৯১১ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। ইতোমধ্যে প্রায় অর্ধেক জমির পাট কাটা সম্পন্ন হয়েছে। এ বছর পাটের বাজার মূল্য ভালো হওয়ায় কৃষকরা অত্যন্ত খুশি। পাট পরিবেশবান্ধব অর্থকরী ফসল, আমরা কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করছি- যাতে তারা আগামীতে আরও বেশি করে পাট চাষে উদ্বুদ্ধ হন।
পাট ব্যবসায়ী ও কৃষকরা জানান, বর্তমানে বাজারে প্রতি মণ পাট ৩ হাজার ৪০০ টাকা থেকে ৩ হাজার ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
আরও পড়ুন