Advertisement

জামালপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

যুগান্তর

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

ছবি: যুগান্তর
ছবি: যুগান্তর

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে দুলাল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের কলকিহারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া (৫৫) কলকিহারা গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেরুরচর ইউনিয়নের কলকিহারা গ্রামের সেকেন্দার আলীর ছেলে নূরচান আলীর সঙ্গে একই গ্রামের সওদাগর আলীর ছেলে বিলাল হোসেনের ৩৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে রুপচান আলীর দখলে থাকা জমিটি রোববার বিলালরা দখলে নিতে যান। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে নূরচান আলী (৪০), দুলাল মিয়া (৫০), হেলাল উদ্দিন (৫২), কামাল হোসেন (৩০), নঈম উদ্দিন (৫৫), বিজয়সহ (১৫) উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের দেওয়ানগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে দুলাল মিয়ার অবস্থার অবনতি হলে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Lading . . .