বন্ধুর বিয়েতে এসে নদীতে সাঁতার কাটাই কাল হলো অন্তরের
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

বন্ধুর বিয়েতে এসে নদীতে সাঁতার কাটাই কাল হলো অন্তর ইসলামের। ময়মনসিংহের ধোবাউড়ায় বন্ধুর বিয়েতে বেড়াতে এসে নদীতে সাঁতার কাটতে গিয়ে ডুবে তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার ঘাগটিয়া নদীতে সাঁতার কাটতে গেলে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সন্ধ্যায় লাশ উদ্ধার করেছে।
মৃত অন্তর ইসলাম (১৯) বরিশাল জেলার গৌরনদী এলাকার বাসিন্দা।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঘোগড়ারপাড় গ্রামের বাবুল মিয়ার ছেলে হৃদয় মিয়ার বিয়ের অনুষ্ঠানে বেড়াতে আসেন তার সহপাঠী অন্তর ইসলামসহ আরও সাতজন বন্ধু। তারা সবাই ঢাকার শাহজাদপুরে একটি স্কুলে পড়াশোনা করে।
বুধবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার ভোরে তারাইকান্দি হৃদয়ের বাড়িতে বেড়াতে আসে তারা। দুপুর ২টার দিকে বিয়েবাড়ির পাশে ঘাগটিয়া নদীতে সাঁতার কাটতে নামে তারা। এ সময় নদীর মাঝখানে গিয়ে ডুবে গিয়ে নিখোঁজ হয় অন্তর ইসলাম। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সন্ধ্যায় নদী থেকে লাশ উদ্ধার করে।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে যায়। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।