ধর্ষণে প্রতিবন্ধীর সন্তান প্রসব, ডিএনএ পরীক্ষায় মিলেছে পিতৃপরিচয়
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫

জামালপুরের দেওয়ানগঞ্জে ধর্ষণের শিকার হয়ে সন্তান প্রসব করেন এক দৃষ্টিপ্রতিবন্ধী তরুণী। ডিএনএ পরীক্ষায় জানা গেছে ওই শিশুর পিতা কে।
বুধবার ডিএনএ রিপোর্ট দেওয়ানগঞ্জ মডেল থানায় আসে। এতে জানা গেছে, ওই শিশুর পিতা নিত্য চন্দ্র সরকার নামে এক যুবক।
৪ আগস্ট যুগান্তর ও অনলাইন যুগান্তরে ‘দেওয়ানগঞ্জে সন্তানের পিতৃত্ব পরিচয় চান দৃষ্টিপ্রতিবন্ধী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছিল।
দেওয়ানগঞ্জ পৌরসভার দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরী স্বামীর অধিকার ও নবজাতক ছেলে সন্তানের পিতৃত্ব পরিচয়ের জন্য কিশোরীর নানি ২০২৪ সালে ডিসেম্বর মাসে বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় মডেল থানা পুলিশ অভিযুক্ত নিত্য চন্দ্র সরকারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। বর্তমানে তিনি কারাবন্দি রয়েছেন।
প্রতিবন্ধী কিশোরী জানান, একই গ্রামের নিত্য চন্দ্র সরকার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক করেন; যার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই কিশোরী। প্রথম থেকেই ওই কিশোরী বলেছেন সন্তানের পিতা নিত্য চন্দ্র সরকার।
ডিএনএ রিপোর্ট জানার পর ওই কিশোরী বলেন, ‘এখন আমাকে সামাজিকভাবে স্ত্রীর মর্যাদা ও ছেলের স্বীকৃতি দেওয়া হোক’।
কিশোরীর নানি জানান, আমরা অসহায় গরিব, শ্রমিকের কাজ করে সংসার চালাই, মামলা চালাতে বেশ হিমশিম খেতে হয়। ডিএনএ পরীক্ষায় সন্তানের পিতৃপরিচয় পাওয়ায় তার নাতনিকে স্ত্রী এবং সন্তানকে সামাজিকভাবে মেনে নেওয়ার দারি করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান জানান, ডিএনএ নমুনা পরীক্ষায় মিলেছে ওই শিশুর পিতৃপরিচয়। বর্তমানে নিত্য কারাবন্দি রয়েছেন।