Advertisement

জামালপুরে বিএনপির একাংশের হরতালে সাড়া দেয়নি নেতাকর্মীরা

যুগান্তর

প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫

হরতাল সমর্থনে মঙ্গলবার রাতে মিছিল
হরতাল সমর্থনে মঙ্গলবার রাতে মিছিল

আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থগিতের দাবিতে বুধবার জেলায় আধাবেলা হরতালের ডাক দিয়েছিল দলের বিদ্রোহী একটি গ্রুপ। কিন্তু হরতালে তেমন সাড়া মেলেনি।

জেলা বিএনপির সদস্য শামীম আহমেদের আহবানে সাড়া দিয়ে শুধুমাত্র শহরের দৈনিক আনন্দগঞ্জ বাজার এবং ঢাকাইপট্রি থেকে বড় মসজিদ পর্যন্ত হরতাল পালিত হয়েছে। এ ছাড়া জেলার কোথাও হরতালে সাড়া দেননি মানুষ।

অন্যদিনের মত স্বাভাবিক গতিতে চলছে সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান, ট্রেন বাসসহ সব ধরনের যানবাহন। সকালে হরতালের সমর্থনে সকাল বাজারের সামনে মিছিল করেছে শামীম অনুসারীরা।

হরতালে নাশকতার পরিকল্পনার সময় বুধবার ভোর রাতে জিয়া সাইবার ফোর্স জেলা শাখার আহবায়ক শুভ পাঠান ও মামুন নামে বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ককটেল ও ককটেল তৈরির বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

এদিকে মঙ্গলবার রাতে জেলা বিএনপির সদস্য শামীম আহমেদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে স্থানীয় বকুলতলা চত্বর থেকে মশাল মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় তারা হরতাল সফল ও সম্মেলন স্থগিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। মিছিল থেকে একটি ফলের দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। মশাল মিছিলটি শহরের মেডিকেল রোডে পৌঁছালে ৩০-৪০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মিছিলের পর শহরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সম্মেলন সফল এবং হরতাল বর্জনের দাবি জানিয়ে মিছিল করে।

জেলা বিএনপির সদস্য শামীম আহমেদের অভিযোগ, জেলা বিএনপি একটি প্রহসনমূলক সম্মেলন করার লক্ষ্যে কাজ করছে। প্রহসনের এ সম্মেলন বিএনপির তৃনমূলের নেতাকর্মীরা চান না। অবিলম্বে জেলা বিএনপির কমিটি ভেঙে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের দাবি জানিয়ে সবার অংশগ্রহণে প্রতিযোগিতামূলক সম্মেলনের দাবি জানান তিনি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, এরা বিএনপিতে দীর্ঘদিন যাবত বিরোধিতা করে আসছে। সর্বপ্রথম যখন সিরাজুল হকের নেতৃত্বে জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়, তখনও বিরোধিতা করেছে। ২০১৬ সালের সম্মেলনেও এরা বিরোধিতা করেছে। তারা সব সময় বিরোধী অবস্থানে আছে। এদের অবস্থানটাই বা কী দলের মধ্যে।

৯ বছর পর আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরও পড়ুন

Lading . . .