Advertisement

ভালুকায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

যুগান্তর

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ভালুকার চার সাংবাদিকের বিরুদ্ধে বনবিভাগ গায়েবি ও প্রতিহিংসামূলক মিথ্যা মামলা করেছে।

সেই সব মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার (১৩ সেপ্টেম্বর) ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় সকালে স্থানীয় কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

গত অক্টোবর মাসে ‘বনায়ন ছাড়াই অর্থ লোপাট’ শিরোনামসহ তৎকালীন কাদিগড় বিট অফিসার আনোয়ার হোসেন ও ভালুকা রেঞ্জ অফিসের ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার হারুন অর রশীদ খানের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বেশ কয়েকটি সংবাদ প্রচার হয়। সেই সব প্রকাশিত সংবাদ বনবিভাগ তদন্ত করে গত ১৩ আগস্ট হবিরবাড়ি বিট অফিসার আনোয়ার হোসেনকে সামায়িকভাবে বরখাস্ত করেন। সাময়িকভাবে বরখাস্ত হওয়ার পর পেছনের তারিখ দিয়ে ১-১১ আগস্টের মাঝে আনোয়ার হোসেন ও হারুন অর রশীদ খান হয়রানির উদ্দেশ্যে ভালুকায় কর্মরত দৈনিক যুগান্তরের জহিরুল ইসলাম জুয়েল, নয়া দিগন্তের আসাদুজ্জামান ফজলু, মানব কণ্ঠের শফিকুল ইসলাম সবুজ ও গ্লোবাল টিভির শাহিদুজ্জামান সবুজের বিরুদ্ধে বন আইনে ৬টি মামলা করেন।

মিথ্যা, গায়েবি ও প্রতিহিংসামূলক মামলার প্রতিবাদে জহিরুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় ইনকিলাবের সাংবাদিক কামরুল হাসান কামালের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মোহনা টিভির সাংবাদিক এসএম শাহজাহান সেলিম, সময়ের আলোর সাংবাদিক ফিরোজ খান, কালের কণ্ঠের সাংবাদিক মোখলেছুর রহমান মনির, সংবাদের সাংবাদিক আতাউর রহমান তরফদার, এনটিভির সাংবাদিক আলমগীর হোসেন, বাংলাদেশ বুলেটিনের সাংবাদিক মো. আক্কাছ আলী, ভোরের ডাকের সাংবাদিক শাহ আকরাম হোসেন, গ্লোবাল টিভির সাংবাদিক শাহিদুজ্জামান সবুজ, সকালের সময়ের সাংবাদিক এমএ সবুর, আরটিভির সাংবাদিক আল আমীন, মাইটিভির সাংবাদিক মর্জিনা খাতুন মনি, এশিয়ান টিভি সাংবাদিক লিমা আক্তার, দৈনিক সবুজ বাংলার জেলা সাংবাদিক সাদেকুর রহমান সোহাগ, দৈনিক ভোরের আকাশের সাংবাদিক হাবিবুর রহমান তরফদার।

তারা বলেন, ভালুকা রেঞ্জের বিট অফিসার আনোয়ার হোসেন ও হারুন অর রশিদের বিরুদ্ধে নানা অনিয়মের সংবাদ প্রচার করায় প্রতিহিংসা ও হয়রানিমূলক এ মামলা করেছে। সাংবাদিকরা সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ তৈরি করে। এ ধরনের মামলা গণমাধ্যমের কণ্ঠ রোধের অপচেষ্টা বলে অভিযোগ করেন তারা।

দুর্নীতিবাজরা বারবার সাংবাদিকদের কণ্ঠ রোধের চেষ্টা করলেও সফল হয়নি বলেও বক্তারা বলেন। সেই সঙ্গে মামলা প্রত্যাহারসহ দুর্নীতিবাজ ভালুকায় কর্মরত বন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবি করেন বক্তারা।

Lading . . .