গাজীপুর থেকে হালুয়াঘাটে গিয়ে গার্মেন্টকর্মী গণধর্ষণের শিকার
প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর থেকে এক গার্মেন্টকর্মী হালুয়াঘাটে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন। এ ব্যাপারে ধর্ষিতা নিজেই বাদী হয়ে হালুয়াঘাট থানায় চারজনকে অভিযুক্ত করে মামলা করলে পুলিশ এক নারীকে গ্রেফতার করেছে।
থানার এজাহার সূত্রে জানা যায়, নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ধর্ষিতা গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরি করেন। তার বান্ধবীর মাধ্যমে হালুয়াঘাট উপজেলার কালিয়ানীকান্দা গ্রামের এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই নারী তাকে গত ২৮ আগস্ট মোবাইল ফোনে হালুয়াঘাট আসতে বলেন। ওই গার্মেন্টকর্মী হালুয়াঘাট এলে প্রথমে কৃষি ব্যাংকের কাছে একটা বাসায় তাকে আশ্রয় দেয়। পরে ৫নং গাজিরভিটা ইউনিয়নের শিমূলকুচি গ্রামের সবুজ মিয়ার বাড়ির পাশে শওকত আলী নামের এক ব্যক্তির কাছে রেখে চলে আসে। রাত ১২টার দিকে তাকে ৩ জন মিলে ধর্ষণ করে।
এ ব্যাপারে হালুয়াঘাট থানায় শিমূলকুচি গ্রামের সেকান্দরের ছেলে শওকত আলী, মৃত আহাম্মদ আলীর ছেলে কাইয়ুম, লেবুষের ছেলে বিষু তজু ও হালুয়াঘাটের কালিয়ানীকান্দা গ্রামের এক নারীকে আসামি করে সোমবার রাতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
হালয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম জানান, এক নারীকে আটক করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।