বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুটি অনুষদে সমন্বিত ডিগ্রি চালুর দাবিতে রাতভর সড়ক অবরোধ
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিগ্রি (বিএসসি ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স) চালুর দাবিতে সড়ক অবরোধ করে রাতভর আন্দোলন করেছেন ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সড়ক অবরোধ শুরু করেন তাঁরা। পরে আজ বৃহস্পতিবার ভোরে কর্মসূচি প্রত্যাহার করেন।
এ কারণে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ছাত্রী হল ও কে আর মার্কেট-সংলগ্ন প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গভীর রাত পর্যন্ত সড়ক অবরোধ করা হয়। এ সময় শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
শিক্ষার্থীরা জানান, সমন্বিত ডিগ্রি চালুর বিষয়ে গঠিত আট সদস্যের কমিটি শিক্ষার্থীদের ভোট নেয়, যেখানে বিপুল ব্যবধানে এই প্রস্তাবের পক্ষে রায় আসে। পরে কমিটি প্রাণিসম্পদ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে উপাচার্যের কাছে সার্বিক প্রতিবেদন জমা দেয়। এখন কেবল শিক্ষা কাউন্সিল ও সিন্ডিকেট সভার সিদ্ধান্ত বাকি রয়েছে।
ভেটেরিনারি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন, ‘শিক্ষা কাউন্সিল দ্রুত গঠনের জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি। কিন্তু প্রশাসন শুধু গড়িমসি করছে। উপাচার্য আরও সময় চেয়েছেন, কিন্তু আমাদের আলটিমেটাম ছিল বুধবার পর্যন্ত। আমরা চাই, আগামী রোববারের মধ্যে জরুরি শিক্ষা কাউন্সিল গঠন করা হোক।’
পশুপালন অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী গতকাল রাতে নিঝুম বলেন, ‘২৯ দিন পশুপালন অনুষদে ক্লাস-পরীক্ষা বন্ধ। এত দিনেও কার্যকর সিদ্ধান্ত আসেনি। প্রশাসনিক কর্মকর্তারা আমাদের কাছে এসে শুধু আশ্বাস দিয়ে চলে গেছেন। উপাচার্য যতক্ষণ না এখানে এসে রোববারের মধ্যে শিক্ষা কাউন্সিল গঠনের আশ্বাস দেবেন, ততক্ষণ আন্দোলন চলবে। ’
প্রসঙ্গত, সমন্বিত ডিগ্রি চালুর দাবিতে গত ২৭ জুলাই থেকে পশুপালন অনুষদের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। ৩০ জুলাই থেকে অনুষদটির ফটকে তালা ঝুলছে। একই দাবিতে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরাও আন্দোলন করছেন। সোমবার থেকে তাঁরা ক্লাস-পরীক্ষা বর্জন করেন এবং মঙ্গলবার অনুষদের সব ফটকে তালা দেন। গতকাল দুপুরে প্রশাসন ভবনেও তালা দেন আন্দোলনকারীরা।