Advertisement

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

যুগান্তর

প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ময়মনসিংহের মাসকান্দায় ইউনাইটেড পরিবহণের একটি কাউন্টার ভাংচুরের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করছে পরিবহণ শ্রমিক ও সংশ্লিষ্টরা।

এতে মঙ্গলবার বিকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে কারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তা জানা যায়নি। এ বিষয়ে পরিবহণ মালিক বা শ্রমিকদের পক্ষ থেকে কেউ মন্তব্য করতে রাজি হননি।

জানা গেছে, মঙ্গলবার বিকালে হঠাৎ করে ৭০-৮০ জন লোক এসে ময়মনসিংহের মাসকান্দায় অবস্থিত ইউনাইটেড পরিবহণের একটি কাউন্টার ভাঙচুর করে। তবে কেন এবং কারা কাউন্টার ভাঙচুর করেছে তা জানা যায়নি।

বিস্তারিত আসছে...।

Lading . . .