Advertisement

রেলপথ অবরোধ, আড়াই ঘণ্টা ঢাকা-জামালপুর ট্রেন চলাচল বন্ধ

যুগান্তর

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

24obnd

ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশু আইয়ান সাদাব (৫) হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রেলপথ অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে গফরগাঁও রেলস্টেশনে এ ঘটনা ঘটে। অবরোধের ফলে ঢাকা-জামালপুর রেলপথে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

খবর পেয়ে দুই ঘণ্টা পর গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এনএম আব্দুল্লাহ আল মামুন, সেনাবাহিনী, গফরগাঁও এবং পাগলা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রশাসনের পক্ষ থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন অবরোধ প্রত্যাহার করে।

এর আগে সকাল থেকে গফরগাঁও সরকারি কলেজ, ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়, তেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গফরগাঁও মিনি স্টেডিয়ামে জড়ো হয়। শিক্ষার্থীরা মিনি স্টেডিয়াম থেকে মিছিলসহকারে গফরগাঁও রেলস্টেশন এসে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন অবরোধ করে রাখে।

গফরগাঁও স্টেশনমাস্টার মোস্তফা কামাল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন দুপুর ১২.৪০ মিনিটে গফরগাঁও স্টেশনে প্রবেশ করে। দুপুর ৩টা ৭ মিনিটে অবরোধ প্রত্যাহারের পর প্রায় আড়াই ঘণ্টা বিলম্বে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে জামালপুরের উদ্দেশে ছেড়ে যায়। রেলপথ অবরোধের ফলে তারাকান্দিগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন কাওরাইদ এবং ঢাকা অভিমুখী বলাকা ট্রেন ফাতেমানগর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এতে ট্রেন যাত্রীরা চরম বিড়ম্বনার শিকার হন।

সহকারী লোকোমাস্টার মোশারফ হোসেন জানান, ট্রেনটি গফরগাঁও রেলস্টেশনে যাত্রা বিরতির পর রেললাইন অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা ট্রেনের ইঞ্জিনে হামলা চালিয়ে ভাঙচুর করে।

গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এনএম আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে গফরগাঁও রেলস্টেশনে উপস্থিত হয়ে নিহত শিশু সাদাব হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ প্রত্যাহার করে নেয়।

অবরোধ চলাকালে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বক্তব্য রাখেন- নিহত আইয়ান সাদাবের নানা সুলতান আহাম্মদ, মা সুমাইয়া আক্তার, শিক্ষার্থী নেওয়াজ আলী, শামীমা আক্তার, আব্দুল্লাহ আল সামি, সিয়াম আহাম্মেদ ও ইমরুল রিয়াদ প্রমুখ।

উল্লেখ্য, গত ১১ জুলাই উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের প্রবাসী আল আমিনের ছেলে আইয়ান সাদাব মুক্তিপণের দাবিতে অপহৃত হয়। মুক্তিপণ দেওয়া হলেও ঘটনার চার দিন পর ১৫ জুলাই বাড়ির পাশে জঙ্গল থেকে দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাদাবের বাড়ি পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারগুড়িয়া গ্রামে। বাবা বিদেশে থাকায় মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকত সে।

Lading . . .