
‘লিগে খেলে যে কয় টাকা আয় হয়, সেটা দিয়েই চলি’
দেড় বছর ধরে একটা প্রশ্নের উত্তর খুঁজছেন দেশের হকি খেলোয়াড়েরা। এ সময় তাঁদের ঈদের চাঁদ দেখা হয়েছে একাধিকবার, শুধু হকি লিগের চাঁদটাই দেখা হয়নি! কবে উঠবে সেই চাঁদ, জানেন না বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসানও (অব.)। অসহায়ের মতো যিনি বলছেন, ‘ক্লাবগুলো যদি এগিয়ে না আসে, তাহলে খেলা কীভাবে হবে।’৪ সেপ্টেম্বর, ২০২৫