জনপ্রিয় বিভাগে সেরা ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’
ডেইলি স্টার
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

হইচই অরিজিনাল থ্রিলার 'গোলাম মামুন' ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের জনপ্রিয় বিভাগে সেরা সিরিজ পুরস্কার জিতেছে।
শিহাব শাহীন পরিচালিত এই সিরিজ টানটান গল্প ও দক্ষ অভিনয়ের মাধ্যমে দর্শককে মুগ্ধ করেছে। বিপুল দর্শক সমর্থনের কারণেই এটি বছরের সেরা সিরিজের স্বীকৃতি পেয়েছে।
২০২৪ সালের জুনে মুক্তি পাওয়া সিরিজটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব একজন দক্ষ পুলিশ অফিসারের চরিত্রে। কিন্তু হঠাৎই তাকে ভয়াবহ খুনের দায়ে ফাঁসানো হয়, আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের ভাঙন।
অপূর্বর সঙ্গে সাবিলা নূরের প্রথম জুটি দর্শকের নজর কেড়েছে। এছাড়া ফখরুল বাশার মাসুম, শার্লিন ফারজানা ও রাশেদ মামুন অপুর অভিনয় সিরিজটিকে আরও প্রাণবন্ত করেছে।
আরও পড়ুন