Advertisement

জনপ্রিয় বিভাগে সেরা ওয়েবফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’

ডেইলি স্টার

প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

পরিচালক শিহাব শাহীনের 'কাছের মানুষ দূরে থুইয়া' দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডসের জনপ্রিয় বিভাগে সেরা ওয়েবফিল্মের পুরস্কার জিতেছে।

আজ রোববার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়।

ওটিটি পুরস্কারের তৃতীয় সংস্করণে ডিজিটাল বিনোদনের সেরা কাজগুলোকে সম্মান জানানো হয়েছে। শিহাব শাহীনের চলচ্চিত্রটি আবেগ ও জনপ্রিয়তার কারণে আলাদা হয়ে দাঁড়িয়েছে। শাহীন ও জাহান সুলতানা মিলিতভাবে গল্পের চিত্রনাট্য লিখেছেন। চলচ্চিত্রে দীর্ঘ দূরত্বের প্রেমিক যুগলের সম্পর্কের সংগ্রাম তুলে ধরা হয়েছে।

চলচ্চিত্রটি আরও বিভিন্ন পুরস্কার জিতেছে, যার মধ্যে রয়েছে:

সেরা গীতিকার: সাদাত হোসেন

সেরা গায়ক/গায়িকা: মাহতিম শাকিব ও সানজিদা মাহমুদ নন্দিতা

সেরা সঙ্গীত পরিচালক: ইমন চৌধুরী

চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, প্রীতম হাসান, ও রুপান্তি আকিদ।

'কাছের মানুষ দূরে থুইয়া' যেসব ওয়েবফিল্মকে পেছনে পুরস্কার জিতেছে সেগুলো হলো: 'ফরগেট মি নট', 'লাস্ট ডিফেন্ডারস অব মনোগামি', 'মায়া', 'অসময়', 'আরারাত, 'গোলাম মামুন', 'কালপুরুষ', 'রঙ্গিলা কিতাব' ও 'সিনপাট'।

Lading . . .