চাঁদফাইল ছবি: রয়টার্স

রকেটের শক্তি জোগাবে চাঁদের ধূলিকণা

চাঁদের ধূলিকণাকে শক্তির উৎসে রূপান্তর করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) যন্ত্র তৈরি করছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন মহাকাশ প্রতিষ্ঠান ব্লু অরিজিন। নতুন যন্ত্রটি কাজে লাগিয়ে চাঁদে অবস্থানের সময় সেখানকার ধূলিকণা থেকে প্রয়োজনীয় জ্বালানি শক্তি সংগ্রহ করতে পারবে রকেট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অ্যামাজনের রিইনভেন্ট ২০২৫ সম্মেলনে যন্ত্রটির প্রাথমিক সংস্করণ প্রদর্শনও করেছে ব্লু অরিজিন। এর মাধ্যমে চাঁদে দীর্ঘ সময় অবস্থানের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় ব্লু অরিজিন।
৯ ডিসেম্বর, ২০২৫
আমাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
google-playapp-store
স্বত্ব © 24ONBD 2025