
মহাকাশে পাঠানো হলো রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, কেন
মহাকাশসংক্রান্ত নানা ধরনের গবেষণা করা হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস)। এই স্টেশনে নিয়মিত বিরতিতে মহাকাশচারীরা সফর করে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করেন। এবার শূন্য মাধ্যাকর্ষণ বা মাইক্রোগ্র্যাভিটিতে ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতির বৃদ্ধি কীভাবে হয়, তা জানার জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রোগ সৃষ্টিকারী বিভিন্ন ব্যাকটেরিয়া পাঠানো হয়েছে।৬ আগস্ট, ২০২৫