রোববার চন্দ্রগ্রহণ, কীভাবে উপভোগ করবেন ?
প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫

ভাবুন তো— নির্জন রাতে আকাশের দিকে তাকিয়ে আছেন আর হঠাৎ দেখলেন চাঁদ তার সাদা জ্যোৎস্না ছেড়ে ধীরে ধীরে রঙ পাল্টে রূপ নিয়েছে লালচে-তামাটে এক রহস্যময় রূপে! মনে হবে যেন কোনো প্রাচীন কাহিনির দরজা খুলে গেছে আপনার চোখের সামনে।
এই রোমাঞ্চকর অভিজ্ঞতারই সাক্ষী হতে চলেছি আমরা, কারণ ৭ সেপ্টেম্বর রাতে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক দৃশ্য— ব্লাড মুন বা রক্তিম চাঁদ। এটি শুধু একটি চন্দ্রগ্রহণ নয় বরং প্রকৃতির এক বিস্ময়কর নাট্যমঞ্চ। যেখানে চাঁদ রূপ নেবে এক জাদুকরী রঙে আর আপনি হতে পারেন তার এক সরাসরি দর্শক।
বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটছে ৭ ও ৮ সেপ্টেম্বর— এই দুই রাতজুড়ে। বাংলাদেশে চন্দ্রগ্রহণ শুরু হবে ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৭ মিনিটে এবং চলবে পরদিন ভোর পর্যন্ত, মোট সময়কাল ৭ ঘণ্টা ২৭ মিনিট।
এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত— যখন চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে— ঘটবে ৮২ মিনিটের জন্য। এই সময়েই চাঁদ রক্তিম রঙে রূপ নেবে, যা বিজ্ঞানীদের ভাষায় ‘ব্লাড মুন’ নামে পরিচিত।
কোথা থেকে দেখা যাবে?
এই বিরল দৃশ্য শুধু বাংলাদেশ থেকেই নয়, পুরো এশিয়া, ইউরোপের কিছু অংশ, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার কিছু অঞ্চল থেকেও দেখা যাবে। মানে, একযোগে কোটি কোটি মানুষ রাতের আকাশে তাকিয়ে থাকবে এই রক্তিম জাদুর সাক্ষী হতে।
কেন হয় ব্লাড মুন?
চাঁদের রক্তিম রঙের পেছনে রয়েছে এক চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যা। যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে পড়ে, তখন সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছাতে পারে না। পৃথিবীর বায়ুমণ্ডলের মাধ্যমে প্রতিফলিত লালচে আলো তখন চাঁদের পৃষ্ঠে পড়ে, আর তখনই চাঁদ হয়ে ওঠে তামাটে বা রক্তিম লাল।
এই ঘটনাই তৈরি করে ব্লাড মুনের নাটকীয় রূপ— রোমাঞ্চকর, রহস্যময় এবং নিঃসন্দেহে সৌন্দর্যে পরিপূর্ণ।
জেনে নিন কীভাবে উপভোগ করবেন ব্লাড মুন?
অবস্থান : খোলা আকাশের নিচে বা উঁচু জায়গায় থাকলে দেখা সহজ হবে।
সময় : রাত ৮টার পর থেকেই আকাশে নজর রাখুন।
যন্ত্রপাতি : খালি চোখেই দেখা যাবে, তবে টেলিস্কোপ বা দূরবীন থাকলে অভিজ্ঞতা আরও চমকপ্রদ হবে।
ছবি তোলার সুযোগ : ফটোগ্রাফারদের জন্য এটি একটি সোনার সুযোগ— আকাশের এক অনন্য মুহূর্তকে বন্দি করার জন্য।
আজকের প্রযুক্তি ও ব্যস্ত জীবনের মাঝে, এই ধরনের মহাজাগতিক দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়— প্রকৃতি কত বিস্ময়কর হতে পারে। ব্লাড মুন কেবল একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয়, এটি আমাদের কল্পনা ও কৌতূহলের খোরাক জোগায়।
তাই এই ৭ সেপ্টেম্বর রাতে, চোখ রাখুন আকাশে। হয়তো আপনি দেখতে পাবেন এমন একটি দৃশ্য, যা সারাজীবন মনে থেকে যাবে।
সূত্র : দ্য ইকোনমিক টাইমস