সিনেমার গানে সুরকার হিসেবে কাজী শুভর যাত্রা শুরু
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

শোনা বউ শুনছনি গো, মন পাঁজরে, সাত জনম, রোদেলা আকাশ, ভুলিয়া না যায়ও—এমন অনেক জনপ্রিয় গান গেয়েছেন কাজী শুভ। প্রথমবারের মতো সিনেমার গানের সুরকার হিসেবে আত্মপ্রকাশ হতে যাচ্ছে এই শিল্পীর।
সোয়াইবুর রহমান রাসেল পরিচালিত 'নন্দিনী' সিনেমার তিনটি গানের সুর করেছেন তিনি। এর মধ্যে 'পরান পাখি' গানটি শুভ ও সালমার দ্বৈত কণ্ঠে শোনা যাবে।
আগামীকাল শুক্রবার ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'নন্দিনী'। এতে অভিনয় করেছেন নাজিরা মৌ, ভারতের শিল্পী ইন্দ্রনীল সেনগুপ্ত, ফজলুর রহমান বাবুসহ অনেকে।
শুভ দ্য ডেইলি স্টার কে জানান, 'যাও ভেসে যাও' গানটি গেয়েছেন স্বরলিপি ও 'লাল মেম' গেয়েছেন দোলা।
তিনি আরও জানান, 'পরান পাখি' গানটির রচয়িতা পরিতোষ বাড়ৈ। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন রাফি মোহাম্মদ।
'নন্দিনী সিনেমাটি আমার জন্য বিশেষ। কাজটাও আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে পরিচালক সোয়াইবুর রহমান রাসেল বেশ আন্তরিক ছিলেন,' বলেন তিনি।
শুভ আরও বলেন, 'গানগুলো অনেক সময় নিয়ে, সর্বোচ্চটা দিয়ে করার চেষ্টা করেছি। শ্রোতাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।'