যুক্তরাষ্ট্রে রেকর্ড গড়লেন ব্ল্যাকপিঙ্কের জেনি
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের জেনি সোলো গান 'মন্ত্র' ও 'লাইক জেনি' এর জন্য রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকা (আরআইএএ) থেকে দুটি গোল্ড সার্টিফিকেশন পেয়েছেন।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার জেনির এজেন্সি অড অ্যাটেলিয়ার এ তথ্য জানায়।
এর আগে, দ্য উইকেন্ড ও লিলি রোজ ডেপের সঙ্গে করা যৌথ গান 'অন অব দ্য গার্লস' প্লাটিনাম সার্টিফিকেশন পেয়েছিল। এই দুই নতুন সার্টিফিকেশন যোগ হওয়ার পর, জেনি এককভাবে সর্বাধিক আরআইএএ সার্টিফিকেশন পাওয়া কে-পপ তারকার হওয়ার ইতিহাস গড়েছেন।
কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, মন্ত্র তার প্রথম সোলো ফুল অ্যালবাম রুবির প্রিরিলিজ, যা মার্চে মুক্তি পেয়েছিল।
এদিকে, ব্ল্যাকপিঙ্ক তাদের 'ডেডলাইন' ওয়ার্ল্ড ট্যুরে ইউরোপ ও এশিয়া পর্যায়ে আছে। আশা করা হচ্ছে, নভেম্বরে তাদের নতুন অ্যালবাম প্রকাশিত হবে। তিন বছরের বেশি সময় পর তাদের নতুন অ্যালবাম আসছে।