Advertisement

সংগীতশিল্পী ফরিদা পারভীন লাইফ সাপোর্টে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে

ডেইলি স্টার

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদা পারভীন । সংগৃহীত ছবি
ফরিদা পারভীন । সংগৃহীত ছবি

খ্যাতিমান সংগীতশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন তিনি।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে বলেন, 'বর্তমানে ফরিদা পারভীন লাইফ সাপোর্টে আছেন। তার কিডনি, ব্রেইন কাজ করছে না এবং অনিয়মিত হৃৎস্পন্দন হচ্ছে।'

তিনি আরও বলেন, 'ওনার রক্তের ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে গেছে। মাল্টি অর্গান ফেইলিউর। রক্তচাপ কম থাকায় ডায়ালাইসিস দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা ভেন্টিলেটরে দিয়েছি।'

'সার্বক্ষণিক চিকিৎসার জন্য ছয় সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড করেছি। ৪৮ থেকে ৭২ ঘণ্টা গেলে বলা যাবে অবস্থা কোন দিকে যাচ্ছে,' যোগ করেন তিনি।

এর আগে চলতি বছরের শুরুতে একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ফরিদা পারভীন। প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিয়ে বাসায় ফেরেন।

গত ৫ জুলাইও গুরুতর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। সেবারও কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন তিনি।

Lading . . .