গ্যালারিতে মেসি, মাঠে দারুণ জয়ে কোয়ার্টার-ফাইনালে মায়ামি
প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

চোটের কারণে আপাতত মাঠে নামার উপায় নেই। তবে গ্যালারিতে পরিবারসহ প্রাণবন্ত উপস্থিতি দেখা গেল লিওনেল মেসির। জ্বলে উঠলেন লুইস সুয়ারেস, নতুন দলে প্রথম গোলের স্বাদ পেলেন রদ্রিগো দে পল। দলের প্রাণভ্রোমরাকে ছাড়া খেলতে নেমে দারুণ জয়ে ইন্টার মায়ামি পৌঁছে গেল কোয়ার্টার-ফাইনালে।
লিগস কাপের ম্যাচে মেক্সিকোর দল পুমাস ইউএনএএমকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে খেলা নিশ্চিত করে ইন্টার মায়ামি।
তিন ম্যাচে দুটি সরাসরি জয় ও একটি টাইব্রেকারে জয়ে মায়ামির পয়েন্ট আট। মেজর লিগ সকারের দলগুলির মধ্যে সবার আগে শেষ আটে পৌঁছে গেল তারা।
মেক্সিকোর লিগা এমএক্সের ১৮ দল ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের শীর্ষ ১৮ দল নিয়ে এই টুর্নামেন্ট। কোয়ার্টার-ফাইনালে খেলবে দুই লিগেরই শীর্ষ চারটি করে দল।
পুমাসের বিপক্ষে ম্যাচ শেষে ৩৬ দলের মধ্যে শীর্ষৈ মায়ামি। তবে সব দলের ম্যাচ শেষে পয়েন্ট তালিকার পরিবর্তন আসতে পারে। মেজর লিগ সকারের দলগুলির মধ্যে তিনেও নেমে যেতে পারে মায়ামি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে পুমাসের বিপক্ষে নিজেদের মাঠে ৩৪তম মিনিটে পিছিয়ে পড়ে মায়ামি। প্রথমার্ধেই দলকে সমতায় ফেরান দে পল। সুয়ারেসের ক্রস বক্সের ভেতর বুক দিয়ে নামান দে পল, এরপর সঙ্গে থাকা ডিফেন্ডার ও আগুয়ান গোলকিপারকে ফাঁকি দিয়ে আলতো করে পাঠিয়ে দেন জালে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দে পলের বুদ্ধিদীপ্ত ফ্রি কিক থেকে চমৎকার ফিনিশিংয়ে বল জালে পাঠান সুয়ারেস। তবে অফসাইডের কারণে গোল পায়নি মায়ামি।
৫৯তম মিনিটে সেই সুয়ারেসই পেনাল্টি থেকে এগিয়ে দেন মায়ামিকে। ১০ মিনিট পর উরুগুয়ের তারকার দুর্দান্ত পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান তাদেও আইয়েন্দে।
আগের ম্যাচে নেকাক্সার বিপক্ষে ম্যাচের একাদশ মিনিটে চোট নিয়ে মাঠ ছেড়ে যান মেসি। কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, তা এখনও অজানা।
আরও পড়ুন