
‘স্টুপিড’ একিটিকের ওপর চটেছেন লিভারপুল কোচ
উগো একিটিকে ও তার সতীর্থদের উদযাপন তখনও শেষ হয়নি। গ্যালারির গর্জনও চলছে। এর মধ্যেই ভিন্ন অনুভূতির স্রোত। রেফারি উঁচিয়ে ধরলেন হলুদ কার্ড, একিটিকের যেটি দ্বিতীয়! দলকে এগিয়ে দেওয়ার উল্লাস থামিয়ে মাঠ ছাড়তে হলো তাকে। তাতে বদলে গেল কোচের প্রতিক্রিয়াও। জয়সূচক গোল করার প্রশংসা পাবেন কী, লাল কার্ডের জন্য এই স্ট্রাইকারকে একহাত নিলেন লিভারপুলের কোচ আর্না স্লট।২৪ সেপ্টেম্বর, ২০২৫