Advertisement
  • হোম
  • খেলা
  • হার দিয়ে ফুটসাল এশিয়ান কাপ বাছাই শেষ বাংলাদেশের

হার দিয়ে ফুটসাল এশিয়ান কাপ বাছাই শেষ বাংলাদেশের

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আরেকটি বড় হার দিয়ে ফুটসাল এশিয় কাপের শেষ করল বাংলাদেশ। ছবি: বাফুফে
আরেকটি বড় হার দিয়ে ফুটসাল এশিয় কাপের শেষ করল বাংলাদেশ। ছবি: বাফুফে

বড় হার দিয়ে ফুটসাল এশিয়ান কাপ বাছাই শুরু করা বাংলাদেশ শেষটাও করল বড় ব্যবধানে হেরে। রোমাঞ্চ নিয়ে প্রথমবারের মতো ফুটসাল এশিয়ান কাপে খেলার অভিজ্ঞতা তাই তেতো হলো রাহবার-আজিমদের।

মালয়েশিয়ায় ‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৮-২ গোলে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের এটি তাদের তৃতীয় হার।

প্রতিযোগিতার রেকর্ড ১৩বারের চ্যাম্পিয়ন ইরানের বিপক্ষে ১২-০ গোলে হেরে বাছাই শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে হার মানে ৭-১ ব্যবধানে।

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে গোল করে কীর্তি গড়েন ফায়েদ আজিম। আন্তর্জাতিক ফুটসালে তিনিই দেশের প্রথম গোলদাতা। সংযুক্ত আরব আমিরাতের জালে দুটি গোলই করেন ইন্তিসার মোস্তফা চৌধুরী।

সব মিলিয়ে তিন গোল দিয়ে, ২৭টি হজম করে বাছাই শেষ করল বাংলাদেশ।

বাছাই সামনে রেখে ইরানের কোচ সাইদ খোদারাহমিকে আনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার কোচিংয়ে প্রথম মিশনে জয়হীন থাকল দল।

Lading . . .