দুর্দান্ত গোল করা ভিনিসিউস কি মাদ্রিদ ডার্বিতে থাকছেন
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

দলকে এগিয়ে নেওয়া দুর্দান্ত এক গোল। ম্যাচজুড়ে প্রাণবন্ত উপস্থিতি। পুরো সময় মাঠে থাকা। সব মিলিয়ে লেভান্তের বিপক্ষে ম্যাচটি দারুণ কাটালেন ভিনিসিউস জুনিয়র। তারপরও প্রশ্ন উঠছে, শনিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের সেরা একাদশে কি জায়গা পাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা? রেয়াল মাদ্রিদের কোচ কোচ শাবি আলোন্সো বললেন, এটির উত্তর মিলবে সময়ে।
একসময় অবশ্য এমন প্রশ্নই ছিল অবান্তর। দলের সেরা তারকা ছিলেন তিনি। ফিট থাকলে একাদশে ভিনিসিউসের উপস্থিতি নিয়ে সংশয়ের কোনো ব্যাপার ছিল না। এখনও তিনি সেরাদেরই একজন। তবু প্রশ্নটি উঠছে, কারণ এই মৌসুমে তাকেসহ বেশ কজন ফুটবলারকেই ঘুরিয়ে-ফিরিয়ে সেরা একাদশে রাখছেন কোচ।
সাম্প্রতিক সময়ে দলে তার অসন্তুষ্টির নানা গুঞ্জনও সংবাদমাধ্যমে এসেছে। আর্থিক ব্যাপার নিয়ে সমঝোতা না হওয়ায় তার নতুন চুক্তি আটকে আছে বলে খবর প্রকাশিত হয়েছে। লা লিগায় আগের ম্যাচটিতে তাকে তুলে নেওয়ার সময় বিরক্তি লুকাননি, যা চোখে পড়েছে অনেকেরই। পরে যা নিয়ে কথা বলতে হয়েছে কোচ আলোন্সোকে।
তার পারফরম্যান্সেও একটু উঠানামা লক্ষ্য করা গেছে। লেভান্তের বিপক্ষে মঙ্গলবার অবশ্য তিনি ছিলেন সেরা চেহারার কাছাকাছি। ২০তম মিনিটে তার দুর্দান্ত এক শট কোনোরকমে ঠেকান লেভান্তের গোলকিপার। ২৭তম মিনিটে তার নান্দনিক গোলেই এগিয়ে যায় দল। বক্সের ভেতর বল নিয়ে কারিকুরি করছিলেন তিনি। কাটানোর চেষ্টা করেই এগিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছিল। আচমকাই দুই ডিফেন্ডারের মাঝ থেকে বুটের সামনে দিয়ে শট নেন দুরূহ কোণ থেকে। গোলকিপার এমন কিছুর জন্য তৈরিই ছিলেন না! তিনি স্রেফ তাকিয়ে দেখেন, বল ঢুকছে জালে।
পরে তার পাস থেকেই দারুণ ফিনিশিংয়ে গোল করেন আর্জেন্টাইন উইঙ্গার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপের দুই গোলে লেভান্তের মাঠে রেয়াল জেতে ৪-১ গোলে।
পরের ম্যাচে রেয়ালের লড়াই নগর প্রতিদ্বন্দ্বির সঙ্গে। ভিনিসিউস কি মাঠে থাকবেন শুরু থেকে? আলোন্সো সুনির্দিষ্ট করে কিছু বললেন না।
“মাত্রই ম্যাচ শেষ করলাম আমরা। এখনও পর্যন্ত আজকের ম্যাচের ভাবনাতেই আছি আমরা। কালকে থেকে আমরা ডার্বি ম্যাচ নিয়ে চিন্তা করব।”
“আজকে সবার পারফরম্যান্স ছিল প্রায় পরিপূর্ণ। ভিনি আজকে খুবই কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।"
এই মৌসুমে বেশির ভাগ ম্যাচে ভিনিসিউসকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে রদ্রিগোর সঙ্গে। তবে এ দিন ভিনিসিউসকে মাঠেই রেখে এমবাপের বদলে রদ্রিগোকে নামান কোচ।
টানা ছয় জয়ে লিগে শতভাগ জয়ের ধারা ধরে রেখে ছুটছে রেয়াল মাদ্রিদ। আলোন্সো তাতে খুশিই। তবে অনেক পথ পাড়ি দিতে হবে সামনে, মনে করিয়ে দিলেন কোচ।
“আমরা এখনও দল গুছিয়ে নেওয়ার, গড়ে তোলার পর্যায়ে আছি। এখনও মৌসুমের শুরুর ধাপে আছি, অনেক পথ বাকি সামনে। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রেতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এখনও শক্ত ভিত গড়ার চেষ্টা করছি।”
“দেখতে পাচ্ছি, ছেলেরা প্রাণশক্তিময় হয়ে উঠছে ও সম্পৃক্ত হচ্ছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। এখনও উন্নতির জায়গা আছে, আরও ভালো করতে পারি আমরা। তবে সঠিক পথেই আছি আমরা।”
আরও পড়ুন