Advertisement

ট্রফিতে চোখ রেখে নতুন ঠিকানায় মুলার

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

বায়ার্ন মিউনিখে রেকর্ডের পর রেকর্ড গড়ে একের পর এক ট্রফি জিতেছেন টমাস মুলার। সম্প্রতি শৈশবের সেই ঠিকানা ছেড়েছেন তিনি। কিন্তু ৩৫ বছর বয়সেও ট্রফির তাড়না তো মরে যায়নি। আরও ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই জার্মান গ্রেট শুরু করছেন তার ক্লাব ক্যারিয়ারের নতুন অধ্যায়।

বায়ার্ন ছাড়ার ঘোষণা দেওয়ার পর মুলারকে নিতে আগ্রহী ছিল মেজর লিগ সকারের বেশ কটি ক্লাব। তিনি শেষ পর্যন্ত বেছে নিলেন ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এফসিকে।

কানাডার ক্লাবটিতে ২০২৫ মৌসুমের বাকি সময়ে তিনি খেলবেন ‘স্ট্যান্ডার্ড ডিল’-এর আওতায়। ২০২৬ মৌসুমে তার চুক্তি রূপ নেবে ‘ডেজিগনেটেড প্লেয়ার স্লট’-এ।

কানাডার ক্লাব হলেও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস অংশ নেয় মেজর লিগ সকারের ওয়েস্টার্ন কনফারেন্সে। গত মৌসুমে ওয়েস্টার্ন কনফারেন্সে অষ্টম স্থানে থাকা দলটি এবার ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে আপাতত আছে দুইয়ে। এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে স্যান ডিয়েগো এফসি।

মুলারকে দলে নিতে তার ‘ডিসকভারি রাইটস’ পাওয়ার জন্য এফসি সিনসিনাটির সঙ্গে ৩ লাখ মার্কিন ডলারের চুক্তি হয়েছে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের। কিছু শর্ত পূরণ হওয়া সাপেক্ষে এই বাবদ আগামী মৌসুমে দিতে হবে আরও ১ লাখ ডলার।

মেজর লিগ সকারের নিয়ম অনুযায়ী, কোনো দলের ‘ডিসকভারি’ তালিকায় থাকা ফুটবলারের সঙ্গে অন্য কোনো দল আলোচনা করতে পারে না। মুলারের সঙ্গে আলোচনার অধিকার আনুষ্ঠানিকভাবে ছিল সিনসিনাটি এফসির। তবে সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, এই ক্লাবটিতে যোগ দেওয়ার অনাগ্রহের কথা গত এপ্রিলেই জানিয়ে দেন মুলার।

মুলারের ক্লাব ক্যারিয়ারের পুরোটাই এখনও পর্যন্ত বায়ার্নময়। ২০০০ সালে ১০ বছর বয়সে ক্লাবের একাডেমিতে যোগ দেওয়ার পর এই ক্লাবে কাটিয়েছেন ২৫ বছর। ৭৫৬ ম্যাচ খেলে বায়ার্নের সমৃদ্ধ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি গড়েছেন তিনি। গোল করেছেন ২৫০টি, সহায়তা করেছেন ২৩৮ গোলে। শিরোপা জিতেছেন ৩৩টি।

এখন বায়ার্ন ছাড়লেও ট্রফির অভিযান ধরে রাখার তাড়নার কথা বিবৃতিতে জানালেন মুলার।

“ভ্যাঙ্কুভারে যেতে আমি মুখিয়ে আছি দলকে চ্যাম্পিয়নশিপ জিততে সহায়তা করতে। এই শহর নিয়ে অনেক ভালো কথা আমি শুনেছি। তবে প্রথমত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি সেখানে যাচ্ছি জিততে।”

আপাতত ভ্যাঙ্কুভারের লক্ষ্য মেজর লিগ সকারের প্লে অফসে জায়গা করে নেওয়া।

অর্জনে সমৃদ্ধ ক্যারিয়ারে জার্মানির হয়ে ১৩১ ম্যাচ খেলেছেন মুলার। ২০১০ বিশ্বকাপে জিতেছেন গোল্ডেন বুট ও আসরের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার, ২০১৪ বিশ্বকাপে শিরোপা জয়ের পথে জিতেছেন সিলভার বুট ও সিলভার বল।

দেশের হয়ে ৪৫ গোল করে গত বছর বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ফুটবলকে।

আরও পড়ুন

Lading . . .